Homeখেলাধুলোফুটবলআইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

প্রকাশিত

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (এমবিএসজি) এবং মুম্বই সিটি এফসি। ইতিমধ্যেই মুম্বইকে হারিয়ে আইএসএল লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এবার নক আউটে ফাইনাল জেতার পালা। ফাইনাল ম্যাচের প্রাক্কালে শুক্রবার রাজারহাটে এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই দলের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়েরা।    

কোচ হিসাবে প্রথমবার মোহনবাগানকে আইএসএল লিগ-শিল্ড এনে দিয়েছেন আন্তোনিও লোপেজ আবাস। এবার সামনে আইএসএল নক আউট ফাইনাল। এর আগে দু’বার এই ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। কোচ হিসাবে তৃতীয়বার এই ম্যাচ জেতার মধ্য দিয়ে একটা বৃত্ত সম্পূর্ণ করতে চান তিনি। ওদিকে মুম্বইয়ের কোচ পিটার ক্রাতকি জানেন, আবার ৬০ হাজার দর্শকের সামনে তাঁদের নামতে হবে। তবে এবার তাঁরা যুবভারতীকে নিস্তব্ধ করে দিতে চান।        

সহকারী কোচ ম্যানুয়েল পেরেস, দলের অধিনায়ক শুভাশিস বসু এবং শীর্ষস্থানীয় ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে মোহনবাগানের কোচ আবাস শুক্রবারের সাংবাদিক বৈঠকে যোগ দেন। আগাগোড়াই তিনি হালকা মেজাজে ছিলেন।

habas in pc
সাংবাদিক বৈঠকে মোহনবাগানের খেলোয়াড়দের নিয়ে কোচ আবাস। ছবি:সঞ্জয় হাজরা।

শুরুতেই প্রশ্ন উঠল – আবাস আর আইএসএল ফাইনাল কি সমার্থক হয়ে গিয়েছে? জবাবে আবাস স্পষ্ট বললেন, “আইএসএলের ইতিহাস দেখলে বলব, হ্যাঁ। তবে এ সব আমার কাছে প্রাসঙ্গিক নয়। ফুটবলে দীর্ঘ দিন কিছু থাকে না। কাল মাঠে নেমে লড়াই করে ট্রফি জিততে হবে। আমাদের একটা বৃত্ত সম্পূর্ণ করতে হবে। কী ভাবে জিততে হবে সেটা আমরা জানি। খেলোয়াড়দেরও বুঝিয়েছি।”

কিন্তু ‘বৃত্ত সম্পূর্ণ’ করা মানে কী? সে ব্যাপারে আবাস কিছু ভেঙে বলেননি। ফুটবলমহলের মতে, মোহনবাগান মরশুম শুরু করেছিল ডুরান্ড কাপ জয় দিয়ে। তার পর আইএসএল লিগ-শিল্ড জিতেছে। এবার ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে ত্রিমুকুট জিতে মরশুম শেষ করতে চান আবাস।

ওদিকে মুম্বইয়ের কোচ পিটার ক্রাতকি যুবভারতীকে নিস্তব্ধ করে দিতে বদ্ধপরিকর। লিগের শেষ ম্যাচে মোহনবাগানের কাছে হারের ক্ষত এখনও শুকোয়নি। তারই মধ্যে চলে এল নক আউটের ফাইনাল। আবার ৬০ হাজার দর্শকের সামনে খেলতে হবে। মোহনবাগানের শক্তি সম্পর্কে ক্রাতকি যথেষ্ট অবহিত। কিন্তু তাঁর একটাই লক্ষ্য, যুবভারতীকে নিস্তব্ধ করা।

ডেস বাকিংহামকে সরিয়ে মরশুমের মাঝপথে মুম্বইয়ের কোচ হয়েছেন পিটার ক্রাতকি। তার পরেও দলকে লিগ-শিল্ডের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকিয়ে রাখেন, আইএসএলের ফাইনালে তোলেন। এটা তাঁর কৃতিত্বই বলা যায়। এ দিন সাংবাদিক বৈঠকে আগাগোড়া আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিলেন। স্পষ্ট, সোজাসাপটা উত্তর।

লিগ-শিল্ড না পাওয়াতে যে খুব হতাশ হয়েছিলেন, তা স্পষ্টই বললেন। বললেন, “মোহনবাগান ভালো দল। পুরো ম্যাচে আক্রমণ এবং রক্ষণে নিখুঁত থাকতে হবে।” যুবভারতীর দর্শকদের প্রসঙ্গ আসতে মুম্বইয়ের কোচ স্পষ্ট বললেন, “ভরা স্টেডিয়ামে কী ভাবে খেলতে হয় সেটা দেখেছি। আগের ম্যাচে প্রচুর মানুষ দেখেছিলাম। আশা করি ফাইনাল বলে মুম্বইয়ের কিছু সমর্থকও থাকবেন। ওঁদের খুশি করা এবং যুবভারতীকে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করব।”

আরও পড়ুন

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর উপস্থিতিতে বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

১৯৯০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ পুরস্কারজয়ী ইতালীয় ফুটবলার সালভাতোর স্কিলাচি প্রয়াত    

খবর অনলাইন ডেস্ক: স্কিলাচিকে মনে আছে? সালভাতোর টোটো স্কিলাচি। ১৯৯০ বিশ্বকাপ ফুটবলের আগে স্কিলাচির...

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু: সুযোগ নষ্টের খেসারত দিল মোহনবাগান, পয়েন্ট ছিনিয়ে নিল রবশান

মোহনবাগান সুপার জায়েন্ট: ০ এফসি রবশান: ০ কলকাতা: প্রথমার্ধে...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?