Homeখেলাধুলোফুটবলইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির নায়ক পেত্রাতোস

ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির নায়ক পেত্রাতোস

প্রকাশিত

১-০ গোলে জিতে ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান। ২০০৪ সালে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে ডুরান্ড হাতছাড়া হয়েছিল এ বার সেই ইস্টবেঙ্গলকেই হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন। উল্লেখযোগ্য ভাবে লাল-হলুদকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হল ১০ জনের মোহনবাগান।

খেলার শুরু থেকে দু’দলই চাপ বাড়ানোর চেষ্টা করছে। নিজেদের মধ্যে পাস খেলে প্রান্ত ধরে আক্রমণে ওঠার চেষ্টা করেন দুই প্রধানের ফুটবলাররা। তবে গোলশূন্যই রয়ে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ বাড়ায় ইস্টবেঙ্গল। বার বার বাগান বক্সে উঠে আসছেন নন্দকুমারেরা। চাপ বাড়ছে বাগান রক্ষণে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ। বেশ কিছু অনবদ্য সেভ করেন মোহনবাগান গোলরক্ষক বিশাল। মোহনবাগানের দাপট কিছুটা হলেও বেশি ছিল।

খেলার ৬০ মিনিটের মাথায় সিভেরিয়োকে বাজে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অনিরুদ্ধ থাপাকে। ৩০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। অন্য দিকে, ইস্টবেঙ্গলের কাছে এই প্রায় আধঘণ্টা ‘অ্যাডভান্টেজ’।

৭১ মিনিটের মাথায় প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। ১-০-তে এগিয়ে যায় মোহনবাগান। কার্যত মোহনবাগানকে একক প্রচেষ্টায় এগিয়ে দেন পেত্রাতোস। ম্যাচের শেষ অবধি সেই ফলাফলের আর কোনো বদল হয়নি।

বিশ্লেষকদের মতে, মোহনবাগান দশ জন হয়েও ১-০ জয়। নিঃসন্দেহে বাগানের রক্ষণ এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। ইস্টবেঙ্গল কিন্তু বাগান ১০ জন হওয়ার সুযোগটা নিতে পারেনি। উল্টে তাদের ডিফেন্সের দুর্বলতার কারণে তারা গোল খেয়ে গেছে। গ্রুপ-লিগের ডার্বিতে যেমন খেলেছিল লাল-হলুদ, তার একাংশ এদিন খেলতে পারেনি।

উল্টো দিকে, রবিবাসরীয় যুবভারতীতে ১০ জন হয়ে যাওয়ার পরেই গোল পায় মোহনবাগান। পেত্রাতোসের একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। দিনের শেষে, ১৯ বছর আগের বদলাটা নিয়েই ফেলল মোহনবাগান। সঙ্গে এই বছর ডুরান্ডের গ্রুপ পর্বে হারের জ্বালাতেও লাগল প্রলেপ।

আরও পড়ুন: এশিয়া কাপ: ভারতের ইনিংসের পর বৃষ্টির জন্য খেলা বাতিল, পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...