Homeখেলাধুলোফুটবলআইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

প্রকাশিত

বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী, খাবি এর্নান্ডেজ) ইস্টবেঙ্গল এফসি: ১ (নাওরেম মহেশ সিং)

বেঙ্গালুরু: প্রতিপক্ষ নিজেদের পূর্বতন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল এফসি। সে দিক থেকে এ দিনের লড়াইটা বেঙ্গালুরু এফসির কাছে মর্যাদার লড়াই। খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোলে সেই লড়াইটা সম্মানের সঙ্গে উতরে গেল বেঙ্গালুরু।

বুধবার রাতে বেঙ্গালুরুর শ্রী কান্তবীর স্টেডিয়ামে আয়োজিত আইএসএল-এর ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু। প্রথমে নাওরেম মহেশ সিংয়ের গোলে বেঙ্গালুরু ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল। কিন্তু মিনিটে ছয়েক পরে পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর গোল এবং দ্বিতীয়ার্ধে খাবি এর্নান্ডেজের বিস্ময়কর বাইসাইকেল কিকের মাধ্যমে গোলে ইস্টবেঙ্গলের কাছ থেকে জয় ছিনিয়ে নিল সাইমন গ্রেসনের দল।

প্রথমার্ধে ১-১

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর রক্ষণভাগে ঢুকে পড়ে নন্দ কুমার থ্রু পাস বাড়ান নাওরেম মহেশ সিংয়ের কাছে। মহেশ বল ধরে নিজের পায়ের কাজের মাধ্যমে বেঙ্গালুরুর দুই সেন্টার ব্যাক পরাগ শ্রীবাস ও স্লাভকো দমইয়ানোভিচকে কাটিয়ে একেবারে সামনাসামনি পেয়ে যান গোলকিপার গুরপ্রীত সিং সাঁধুকে। গুরপ্রীতকে কাটিয়ে গোল দিতে খুব অসুবিধা হয়বি নাওরেম মহেশের। ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু ইস্টবেঙ্গলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিটছয়েক পরেই ১৮ গজের বক্সের মধ্যে সুনীল ছেত্রীকে ফেলে দেন মন্দার রাও দেশাই। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ছেত্রী।

এর্নান্ডেজের বাইসাইকেল কিক

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের নন্দ কুমার এবং নাওরেম মহেশের জুটি বেঙ্গালুরুর উপর আক্রমণ শুরু করেন। বেঙ্গালুরুর ডিফেন্স লাইনকে কাটিয়ে বাঁ দিকে নন্দ কুমারকে পাস বাড়ান মহেশ। গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন নন্দ কুমার। তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

খাবি এর্নান্ডেজ ম্যাচের ৭২ মিনিটে তাঁর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে বেঙ্গালুরুর জন্য জয়সুচক গোল এনে দেন। ঘরের মাঠের সমর্থকরা বিপুল চিৎকারে এর্নান্ডেজকে অভিনন্দিত করেন। তরুণ খেলোয়াড় রোহিত দামুর হেড থেকে বাইসাইকেল কিক মারেন এর্নান্ডেজ এবং তা সকলকে বিস্মিত করে ইস্টবেঙ্গলের গোল ঢুকে যায়। এর পর দুটি দলই আক্রমণ, প্রতি-আক্রমণ চালায়। কিন্তু গোলের সংখ্যা আর বাড়েনি।  ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরু জিতে যায় ২-১ গোলে।

আরও পড়ুন

এশিয়াড হকি: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ভারত ফাইনালে

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...

আইএসএল ২০২৪-২৫: লিগ-শিল্ডের পরে কাপ এল মোহনবাগানের ঘরে, হার মানলেন সুনীল ছেত্রীরা

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, জেমি ম্যাকলারেন) বেঙ্গালুরু এফসি: ১ (আলবার্তো রদরিগুয়েজ আত্মঘাতী)   কলকাতা:...

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে যুবভারতীতে প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে একে অপরকে চ্যালেঞ্জ করলেন মোহনবাগান ও বেঙ্গালুরুর অধিনায়ক এবং কোচ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে