Homeখেলাধুলোফুটবলআইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

প্রকাশিত

বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী, খাবি এর্নান্ডেজ) ইস্টবেঙ্গল এফসি: ১ (নাওরেম মহেশ সিং)

বেঙ্গালুরু: প্রতিপক্ষ নিজেদের পূর্বতন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল এফসি। সে দিক থেকে এ দিনের লড়াইটা বেঙ্গালুরু এফসির কাছে মর্যাদার লড়াই। খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোলে সেই লড়াইটা সম্মানের সঙ্গে উতরে গেল বেঙ্গালুরু।

বুধবার রাতে বেঙ্গালুরুর শ্রী কান্তবীর স্টেডিয়ামে আয়োজিত আইএসএল-এর ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু। প্রথমে নাওরেম মহেশ সিংয়ের গোলে বেঙ্গালুরু ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল। কিন্তু মিনিটে ছয়েক পরে পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর গোল এবং দ্বিতীয়ার্ধে খাবি এর্নান্ডেজের বিস্ময়কর বাইসাইকেল কিকের মাধ্যমে গোলে ইস্টবেঙ্গলের কাছ থেকে জয় ছিনিয়ে নিল সাইমন গ্রেসনের দল।

প্রথমার্ধে ১-১

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর রক্ষণভাগে ঢুকে পড়ে নন্দ কুমার থ্রু পাস বাড়ান নাওরেম মহেশ সিংয়ের কাছে। মহেশ বল ধরে নিজের পায়ের কাজের মাধ্যমে বেঙ্গালুরুর দুই সেন্টার ব্যাক পরাগ শ্রীবাস ও স্লাভকো দমইয়ানোভিচকে কাটিয়ে একেবারে সামনাসামনি পেয়ে যান গোলকিপার গুরপ্রীত সিং সাঁধুকে। গুরপ্রীতকে কাটিয়ে গোল দিতে খুব অসুবিধা হয়বি নাওরেম মহেশের। ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু ইস্টবেঙ্গলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিটছয়েক পরেই ১৮ গজের বক্সের মধ্যে সুনীল ছেত্রীকে ফেলে দেন মন্দার রাও দেশাই। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ছেত্রী।

এর্নান্ডেজের বাইসাইকেল কিক

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের নন্দ কুমার এবং নাওরেম মহেশের জুটি বেঙ্গালুরুর উপর আক্রমণ শুরু করেন। বেঙ্গালুরুর ডিফেন্স লাইনকে কাটিয়ে বাঁ দিকে নন্দ কুমারকে পাস বাড়ান মহেশ। গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন নন্দ কুমার। তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

খাবি এর্নান্ডেজ ম্যাচের ৭২ মিনিটে তাঁর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে বেঙ্গালুরুর জন্য জয়সুচক গোল এনে দেন। ঘরের মাঠের সমর্থকরা বিপুল চিৎকারে এর্নান্ডেজকে অভিনন্দিত করেন। তরুণ খেলোয়াড় রোহিত দামুর হেড থেকে বাইসাইকেল কিক মারেন এর্নান্ডেজ এবং তা সকলকে বিস্মিত করে ইস্টবেঙ্গলের গোল ঢুকে যায়। এর পর দুটি দলই আক্রমণ, প্রতি-আক্রমণ চালায়। কিন্তু গোলের সংখ্যা আর বাড়েনি।  ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরু জিতে যায় ২-১ গোলে।

আরও পড়ুন

এশিয়াড হকি: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ভারত ফাইনালে

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...