Homeখেলাধুলোফুটবলশহরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মঙ্গলবার ঠাসা কর্মসূচি

শহরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মঙ্গলবার ঠাসা কর্মসূচি

প্রকাশিত

সোমবার বাংলাদেশের ঝটিকা সফর সেরে কলকাতায় চলে এসেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বুয়েনস এয়ার্স থেকে অ্যামস্টারডাম হয়ে সোমবার ভোর রাতে ঢাকা পৌঁছেছিলেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টেয় কলকাতার বিমান ধরে শহরে এসে পৌঁছোন তিনি।

সোমবার কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিমানবন্দরে মার্টিনেজকে অভ্যর্থনা জানাতে উপস্থিত শয়ে শয়ে ভক্তরা। শহরে একাধিক ইভেন্টে অংশ নেবেন তিনি। শহরে পা রেখেই খুশি মার্টিনেজ। কলকাতার ফুটবলপ্রেমীদের অভ্যর্থনায় আপ্লুত মার্টিনেজ। অসংখ্য সমর্থক আর্জেন্টিনার পতাকা নিয়ে, জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কলকাতায় এসে মার্টিনেস জানান, এখান এসে তিনি খুবই উত্তেজিত এবং আনন্দিত। বলেন, “কলকাতার মানুষ ফুটবল পাগল। সেটা বুঝতে পারছি। এত সমর্থক এখানে এসেছেন। এটাই বুঝিয়ে দেয় যে তারা কতটা ফুটবল ভালবাসেন। মোহনবাগান ক্লাবে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করিনি কলকাতা এসে আমি এত সমর্থন পাব।”

মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি। সূত্রের খবর, এ দিন তাঁর সঙ্গে দেখা হতে পারে রাজ্যের মুখ্যমন্তরী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। তাঁর সামনেই ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান অল স্টারস ও কলকাতা পুলিশ কমিশনার অল স্টারস। ‘মোহনবাগান রত্ন’ স্মারকও তুলে দেওয়া হবে মার্টিনেজের হাতে। এছাড়াও ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হবে মোহনবাগানের তরফে, সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্টিনেজ।

আরও পড়ুন: জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...