Homeখেলাধুলোফুটবলভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস,...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?     

প্রকাশিত

কেনিংটন ওভাল: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই বোঝা গিয়েছিল। সে দিন ভারত ৬৩ ওভার ব্যাট করেছিল, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক এবং বোলিং আক্রমণের কান্ডারি বেন স্টোকস এক ওভারও বল করেননি। পঞ্চম তথা শেষ দিন সকালেই বল করতে আসেন স্টোকস। ১১ ওভার বল করেন। তারই মধ্যে তুলে নেন কে এল রাহুলকে। কিন্তু বল করতে গিয়ে স্টোকসের যে একটা অস্বস্তি হচ্ছে, তা বোঝা যাচ্ছিল। কয়েক ওভার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোচ্ছিলেন তিনি।

বোঝা গেল, ডান কাঁধের চোট গুরুতরই। তাই শেষ টেস্ট থেকে সরে যেতে বাধ্য হলেন। এ খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড দলের তরফ থেকে। ওভাল টেস্টে ইংল্যান্ড দলে আরও তিনটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফ্রা আর্চারও। বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। স্টোকসের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওলি পোপ।

শেষ টেস্টে দল থেকে বাদ পড়ে হতাশ স্টোকস। বলেছেন, ‘‘আমি অবশ্যই হতাশ। ডান কাঁধের হাড়ে ভাল চিড় ধরেছে। যা অবস্থা খেললে অনেক বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে।” ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর ওভাল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। সিরিজ দখল করতে হলে এই টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। আর সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতও আপ্রাণ লড়ে যাবে। এই সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্সে অলরাউন্ডার স্টোকসের অবদান সবচেয়ে বেশি। তাই অনুপস্থিতি ইংল্যান্ডের কাছে একটা বড়ো ধাক্কা।    

ইংল্যান্ড দলে এসেছেন তরুণ ব্যাটার জেকব বেথেল। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ম্যাচেই ৩৭ বলে ৫০ রান করে নট আউট থাকেন। আরও এসেছেন এই সিরিজে প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। গত মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান। নেওয়া হয়েছে ডানহাতি পেসার জেমি ওভার্টনকে। এটি তাঁর দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ়াক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন এবং জশ টং।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...