Homeখেলাধুলোফুটবলআইএসএল: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ১১ মাসের চুক্তি হন্ডা মোটরসাইকেল ও স্কুটার...

আইএসএল: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ১১ মাসের চুক্তি হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার

প্রকাশিত

নয়াদিল্লি: হন্ডা মোটর সাইকেল ও স্কুটার ইন্ডিয়া (HMSI)-র সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)-এর। ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ ১১ মাসের জন্য ভারতের শতাব্দীপ্রাচীন এই ফুটবল ক্লাবের সহযোগী স্পনসরের ভূমিকা পালন করবে হন্ডা মোটরসাইকেল ও স্কুটার।

এই চুক্তি হন্ডা এবং সবুজ-মেরুন শিবির, উভয়ের জন্যই একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। সারা দেশে ফুটবলপ্রেমীদের খেলাধুলোর অভিজ্ঞতাকে উন্নত করার প্রতিশ্রুতি বহন করছে এই চুক্তি।

ভারতের অন্যতম দু’চাকার গাড়ি নির্মাতা সংস্থা জানিয়েছে, এই চুক্তির অংশ হিসাবে, নিজের জনপ্রিয় ব্র্যান্ড ‘ডিও’ প্রচার করবে হন্ডা। যা ২০০২ সালে আত্মপ্রকাশের পর থেকে ক্রেতার মন জয় করে চলেছে। মূলত তরুণ প্রজন্মের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৩ সালে সম্পূর্ণ নতুন ডিও ১২৫ (Dio 125) নিয়ে এসেছে হন্ডা।

সংস্থার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ আইএসএলে মোহনবাগানের জার্সিতে থাকবে হন্ডা ডিও-র লোগো। যা আইএসএলের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ময়দানে নেমে হন্ডার উপস্থিতিও তুলে ধরবেন সবুজ-মেরুনের ফুটবলাররা। এছাড়াও নানাভাবে মোহনবাগান ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সম্পর্ক তুলে ধরা হবে। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েও ডিও-র সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলপ্রেমীরা।

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি প্রসঙ্গে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর যোগেশ মাথুর বলেছেন, “হন্ডা মোটরসাইকেল ও স্কুটার এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে এই চুক্তি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতির প্রমাণ। ফুটবলপ্রেমী এবং উৎসাহীদের আরও ভালো ও রোমাঞ্চকর মহূর্ত তুলে ধরবে। একই সঙ্গে উত্তেজনা, শক্তি এবং আনন্দ যোগ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সেইসব স্মরণীয় মুহূর্তগুলির জন্য অপেক্ষা করছি।”

অন্য দিকে, আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার কর্নেল বিনোদ বিস্ত বলেছেন, “হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব গড়ে তুলতে পেরে আমরা সম্মানিত। একটি ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে চুক্তি করে আমরা একে অন্যের সহযোগিতায় ফুটবলের রোমাঞ্চকর জগতের মাধ্যমে তরুণ মনকে অনুপ্রাণিত করার একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। আমরা মোহনবাগান পরিবারে হন্ডা ডিওকে স্বাগত জানাই। অবশ্যই, মনে রাখার মতো পথচলার অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: কলকাতা লিগ: সুপার সিক্সের ম্যাচে হারল মোহনবাগান, লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক মহামেডানের

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...

ঋণে হাঁপিয়ে উঠছে দেশের মধ্যবিত্ত, সঞ্চয় সর্বনিম্নে: আশঙ্কা বিশ্লেষকের

ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির ৫–১০ শতাংশ বর্তমানে ঋণের জালে আটকে রয়েছে বলে দাবি বিশ্লেষক সৌরভ মুখার্জিয়ার। সহজে ঋণপ্রাপ্তি ও সোশ্যাল মিডিয়ার চাপে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে