খবরঅনলাইন ডেস্ক: বাংলাদেশকে প্রায় শেষ সময়ের গোলে হারিয়ে ভারত এশিয়ান গেমস ফুটবলে শেষ ১৬-য় যাওয়ার আশা এখনও জিইয়ে রেখেছে। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ১-৫ গোলে হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে বাংলাদেশকে হারায় তারা।
গ্রুপ ‘এ’ ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই গ্রুপে ভারত ছাড়া রয়েছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার।
চিন, মায়ানমার এবং ভারত তিনটি দলই ৩ পয়েন্ট পেয়েছে। তবে ভারত ১টি ম্যাচ বেশি খেলেছে।
গ্রুপ ‘এ’-র এখন যা অবস্থা তাতে চিন ১টা ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের গোল পার্থক্য ৪। মায়ানমারও চিন ১টা ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের গোল পার্থক্য ১। আর ভারত ২টো ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের গোল পার্থক্য -৩। বাংলাদেশ ২টো ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
এশিয়ান গেমস ফুটবলে ৬টি গ্রুপের প্রতিটি থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ‘রাউন্ড অফ ১৬’-য় যাবে এবং ৬টি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে যে ৪টি দলের ফল সবচেয়ে ভালো হবে তারা ‘রাউন্ড অফ ১৬’-য় যাবে।
গ্রুপ ‘এ’-র এখন যা অবস্থা তাতে বাংলাদেশের শেষ ১৬-য় যাওয়ার সুযোগ নেই। ফলে ভারত একটু সুবিধাজনক অবস্থায় আছে। ভারতকে শেষ ১৬-য় যেতে হলে মায়ানমারকে হারাতেই হবে।
আরও পড়ুন
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ: কেরিয়ারে সবচেয়ে ভালো বোলিং শামির, প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত