Homeখেলাধুলোক্রিকেটভারত-অস্ট্রেলিয়া সিরিজ: কেরিয়ারে সবচেয়ে ভালো বোলিং শামির, প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে...

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ: কেরিয়ারে সবচেয়ে ভালো বোলিং শামির, প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত  

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ২৭৬ (ডেভিড ওয়ার্নার ৫২, জোশ ইংলিশ ৪৫, শামি ৫-৫১)

ভারত: ২৮১-৫ (৪৮.৪ ওভার) (শুভমন গিল ৭৪, ঋতুরাজ গায়কোয়াড় ৭১, অ্যাডাম জাম্পা ২-৫৭)

মোহালি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো বোলিং ও ব্যাটিংয়ের সুফল পেল ভারত। ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে গেল তারা। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে ভালো বল করলেন মোহম্মদ শামি। ৫১ রানে তিনি অস্ট্রেলিয়ার ৫ উইকেট দখল করেন। তিনিই হন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

মোহালিতে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আই এস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৭ রান তাড়া করতে গিয়ে ভারতের গোড়ার দিকের চার ব্যাটসম্যান অর্ধশত রান করেন। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ২৭৬-এ অল আউট হয়ে যায়। প্রত্যুত্তরে ভারত করে ৫ উইকেটে ২৮১। ফলে ভারত ৫ উইকেটে জেতে।

ভারতের চার ব্যাটারদের অর্ধশত রান

জয়ের জন্য ২৭৭ রান তাড়া করতে গিয়ে ভালোই শুরু করে ঋতুরাজ গায়কোয়াড় ও  শুভমন গিলের ওপেনিং জুটি। প্রথম উইকেটে তাঁরা যোগ করেন ১৪২ রান। ৭৭ বলে ৭১ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ আউট হন ঋতুরাজ। ভারতের জয় নিয়ে তখন থেকেই কোনো সন্দেহ ছিল না। কিন্তু দলের স্কোরের সঙ্গে মাত্র ৯ রান যোগ হতেই আরও দুই ব্যাটসম্যান আউট হতে একটু চিন্তায় পড়ে যান ভারতীয় সমর্থকরা। মাত্র ৩ রান করে শ্রেয়স আইয়ার যখন রান আউট হন তখন দলের রান ছিল ১৪৮। এর পর দলের স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ হওয়ার পর আউট হন শুভমন গিল।

অধিনায়ক কে এল রাহুল এবং ঈশান কিষান দলের হাল ধরার চেষ্টা করেন। তাঁরা রান নিয়ে যান ১৮৫-তে। ঈশান কিষান ২৬ বলে ১৮ রান করে প্যাট কামিংস-এর বলে ইংলিশকে ক্যাচ দিয়ে আউট হন। এর পর ৫ম উইকেটের জুটিতে রাহুল এবং সূর্যকুমার যাদব ৮০ রান যোগ করেন। ৪৬.৪ ওভারে দলের ২৬৫ রানে সূর্যকুমার যখন আউট হন তখন ভারতের জয় নিয়ে কোনো সংশয় ছিল না।

রাহুলের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। তাঁরা দু’জনে অপরাজিত অবস্থায় থেকে ভারতকে জয়ে পৌঁছে দেন। ৪৯তম ওভারের চতুর্থ বলে সিয়ান অ্যাবটকে ছয় মেরে জয় এনে দেন অধিনায়ক কে এল রাহুল। ৬৩ বলে ৫৮ রান করে নট আউট থাকেন রাহুল। জাদেজা নট আউট থাকেন ৩ রানে।

মোহম্মদ শামির বলে কাত অস্ট্রেলিয়া

এর আগে টসে জিতে অস্টেলিয়াকে ব্যাট করতে পাঠায় কে এল রাহুলের ভারত। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ৯৪ রান এবং ষষ্ঠ উইকেটে জোশ ইংলিশ ও মার্কাস স্টয়নিসের ৬২ রানের পার্টনারশিপের সুবাদে অস্ট্রেলিয়ার রান পৌঁছোয় ২৭৬-এ। মোহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা ঠিক সময়ে আঘাত হেনে অস্ট্রেলিয়াকে ওই রানে আটকে রাখে। শামির বিধ্বংসী বোলিং বেশি দূর এগোতে দেয়নি তাদের।

মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শামির বলে শুভমন গিলকে ক্যাচ দিয়ে প্যাভিলয়নের পথ ধরেন মিশেল মার্শ। এর পরই জুটি বাঁধেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। তাঁরা ক্রমশই মারমুখী হয়ে উঠছিলেন। ঠিক সময়ে আঘাত হানেন জাদেজা। দলের ৯৮ রানে ওয়ার্নারকে ফিরিয়ে দেন তিনি। ৫৩ বলে ৫২ রান করেন ওয়ার্নার।

এর পর নিয়মিত ব্যবধানে একে একে বিদায় নেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে এবং ক্যামেরুন গ্রিন। ৬০ বলে ৪১ রান করে শামির বলে বোল্ড হন স্মিথ। লাবুশানে আউট হন রবিচন্দ্র অশ্বিনের বলে রাহুলের হাতে স্টাম্পড হয়ে। এর পর জুটি বাঁধেন জোশ ইংলিশ এবং মার্কাস স্টয়নিস। শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন শামি। দলের ২৪৮ রানে স্টয়নিস ব্যক্তিগত ২৯ রানে শামির বলে বোল্ড হন।

এর পর মাত্র ২ রান যোগ হওয়ার পরে আউট হয়ে যান জোশ ইংলিশ। জোশ ৪৫ বলে ৪৫ রান করে জসপ্রীত বুমরাহের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হন। অস্ট্রেলিয়ার শেষ ৩টি উইকেটে যোগ হয় ২৬ রান। ৫১ রানে ৫টি উইকেট দখল করেন মোহম্মদ শামি।

আরও পড়ুন

এশিয়াড ফুটবল: ভারত কী ভাবে ‘রাউন্ড অফ ১৬’-য় যেতে পারে?

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?