Homeখেলাধুলোফুটবলএশিয়াড মহিলা ফুটবল: থাইল্যান্ডের কাছে হেরে গেমস থেকে ছিটকে গেল ভারত

এশিয়াড মহিলা ফুটবল: থাইল্যান্ডের কাছে হেরে গেমস থেকে ছিটকে গেল ভারত

প্রকাশিত

থাইল্যান্ড ১ (পরিচত থংরং) ভারত ০

হ্যাংঝাউ (চিন): থাইল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারত। রবিবার এখানকার ওয়েনঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন পরিচত থংরং।     

মহিলা ফুটবলে ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত রয়েছে ৬১তম স্থানে। থাইল্যান্ডের কাছে হেরে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে থাকল ভারত। প্রথম ম্যাচে ১-২ গোলে ভারত হেরে গিয়েছিল চাইনিজ তাইপেই-এর কাছে। নক আউটে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে এ দিন হারানোর দরকার ছিল থাইল্যান্ডকে। কিন্তু তাদের কাছে হেরে গিয়ে এশিয়াড থেকে ছিটকে গেল ভারত।

প্রথমার্ধ গোলশূন্য

এ দিন ভারতীয় দলে কোনো পরিবর্তন করা হয়নি। গোড়া থেকেই তাদের কিছুটা নার্ভাস লাগছিল। অন্য দিকে থাইল্যান্ড গোলের জন্য বারে বারে ঝাঁপিয়ে পড়তে থাকে ভারতের রক্ষণভাগে। তবে ম্যাচ যত এগোতে থাকে, ভারত যেন তাদের খেলায় ছন্দ খুঁজে পেতে শুরু করে। গোল করার সুযোগও সৃষ্টি করে।

অন্য দিকে থাইল্যান্ডও মাঝেমাঝেই আক্রমণাত্মক হয়ে ভারতের রক্ষণভাগে ঢুকে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে থাকে। অনেক বার ভারতীয় দলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন গোলকিপার শ্রেয়া হুডা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল করার সুযোগ পেয়ে যায় থাইল্যান্ড। এবং সেই সুযোগ তারা কাজেও লাগায়। পানিয়সুক নিপাওয়ান ফাঁকা জায়গা থেকে ক্রস পাঠান পরিচত থংরং-এর কাছে। গোল লক্ষ্য করে শট নেন থংরং। হুডা ঝাঁপিয়ে পড়েও সেই গোল আটকাতে পারেননি। থাইল্যান্ড ১-০ গোলে এগিয়ে যায়।

এর পর গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ভারত এবং তারা সুযোগও পেয়ে যায়। কিন্তু মনীষা কল্যাণ যে শট নেন তা সরাসরি চলে যায় থাই গোলকিপারের হাতে। ম্যাচের ৬৬ মিনিটে গোল করার জায়গায় চলে যান অঞ্জু তামাং। কিন্তু রেফারি তাঁকে অফসাইড দেন। সর্ব শক্তি দিয়ে আক্রমণ করেও ভারত নোয়াতে পারল না থাইল্যান্ডকে।

আরও পড়ুন

এশিয়াডের প্রথম দিনেই ৫ পদক! বঙ্গতনয়া মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো, রোয়িংয়ে চমকপ্রদ সাফল্য ভারতের

এশিয়াড মহিলা ক্রিকেট: বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত করল ভারত

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

এএফসি কাপ: ওড়িশার কাছে লজ্জাজনক হার, আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে খেলার আশা শেষ মোহনবাগানের

ওড়িশা এফসি ৫ (রয় কৃষ্ণ, দিয়েগো মৌরিসিয়ো, ক্রিস গোডার্ড, অনিকেত যাদব, ইসাক ভানলালরুয়াতফেলা) ...

আইএসএল: শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলের কাছ থেকে জয় ছিনিয়ে নিল চেন্নাই

ইস্টবেঙ্গল এফসি ১ (আয়ুশ অধিকারী, আত্মঘাতী) চেন্নাইয়িন...

বিশ্বকাপ ফুটবল কোয়ালিফার: কাতারের কাছে ০-৩ গোলে হারল ভারত, স্টিম্যাকের ভুলেই কি এই ফল?

কাতার ৩ (তারেক মাশাল, আলমেওজ আলি, ইউসুফ আদুরিসাগ) ভারত ০ ভুবনেশর: কোচ আইগর স্টিম্যাকের ভুল...