Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৪: শুরু হচ্ছে ২৭ জুলাই, মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপে...

ডুরান্ড কাপ ২০২৪: শুরু হচ্ছে ২৭ জুলাই, মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপে  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপে কোন দল কোন গ্রুপে থাকবে তা ঠিক হয়ে গেল বৃহস্পতিবার। গত বারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি একই গ্রুপে পড়ে গিয়েছে। এই দুই দলের মধ্যে মোহনবাগান এসজি গতবার কাপ জিতেছিল।

১৮৮৮ সালে শুরু হওয়া ডুরান্ড কাপের এ বছর হল ১৩৩তম সংস্করণ। শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে। এবার ২৪টি দল এই টুর্নামেন্টে যোগ দিচ্ছে। এদের ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। আইএসএল এবং আই লিগের দলগুলি ছাড়াও সশস্ত্র বাহিনীর ফুটবল দলও এই টুর্নামেন্টে খেলছে। এ ছাড়াও বাংলাদেশ আর্মি ফুটবল টিম এবং ত্রিভুবন আর্মি ফুটবল ক্লাবের মতো আন্তর্জাতিক দলও এই টুর্নামেন্টে খেলবে।

এ বছর ডুরান্ড কাপের আয়োজক শহর হিসাবে কলকাতা ও কোকরাঝাড়ের সঙ্গে যুক্ত হয়েছে জামশেদপুর ও শিলং-ও। গ্রুপ এ, বি এবং সি-এর খেলাগুলো হবে কলকাতায়। জামশেদপুরে গ্রুপ ডি, কোকরাঝাড়ে গ্রুপ ই এবং শিলঙে গুপ এফ-এর খেলা হবে।           

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দল এবং দ্বিতীয় স্থানে থাকা ২টি সবচেয়ে ভালো দল অর্থাৎ ৮টি দলকে নিয়ে হবে নক আউট পর্যায়ের খেলা। ফাইনাল হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

কোন গ্রুপে কোন দল  

গ্রুপ এ – মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি এবং ডাউনটাউন হিরোস এফসি।

গ্রুপ বি – বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি এফটি এবং মহামেডান এফসি।

গ্রুপ সি – কেরল ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং সিআইএসএফ প্রটেকটর্স এফটি।

গ্রুপ ডি – জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি এবং বাংলাদেশ আর্মি এফটি।

গ্রুপ ই – ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি এবং বিএসএফ এফটি।

গুপ এফ – এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি এবং ত্রিভুবন আর্মি এফসি।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ওয়াটকিন্সের গোলে এল জয়, ডাচদের হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনে খেলে উরুগুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা: এবারের টুর্নামেন্টে মেসির প্রথম গোল, কানাডাকে হারিয়ে আর্জেন্তিনা ফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।