Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: ডেভিডের ফের জোড়া গোল, ভবানীপুরকে হারিয়ে খেতাবের আরও কাছে মহমেডান

কলকাতা লিগ: ডেভিডের ফের জোড়া গোল, ভবানীপুরকে হারিয়ে খেতাবের আরও কাছে মহমেডান

প্রকাশিত

মহমেডান এসসি: ২ (ডেভিড লাললানসাঙ্গা) ভবানীপুর এফসি ১ (জিতেন মুর্মু)

কলকাতা: মহমেডানকে রোখা যাচ্ছে না। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সেও জয়ের হ্যাটট্রিক করল তারা। পর পর তিনটি ম্যাচ জিতল। প্রথমে বধ হয়েছিল খিদিরপুর, তার পরে ইস্টবেঙ্গল। শনিবার ঘরের মাঠে তারা ভবানীপুরকে হারাল ২-১ গোলে।

১৫ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান এখন লিগ টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার এফসি ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তারা অবশ্য ২টি ম্যাচ কম খেলেছে।  

ওদিকে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন সাদা-কালো বাহিনীর ডেভিড লাললানসাঙ্গা। আজও জোড়া গোল তাঁর। আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জোড়া গোল দিয়েছিলেন। লিগের প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছেন। এই কলকাতা লিগে ১৯টি গোল হয়ে গেল ডেভিডের।

প্রথমার্ধে ১-১, দ্বিতীয়ার্ধে ২-১

এ দিন বৃষ্টিভেজা ঘরের মাঠে খেলার শুরু থেকেই মহমেডানের ফুটবলাররা আক্রমণে ঝড় তোলেন। দলের আক্রমণভাগকে শক্তিশালী করার জন্য কোচ আন্দ্রেই চের্নিশভ এ দিন প্রথম একাদশে তিনটি বদল করেন। গণেশ, অভিজিৎ এবং করণকে খেলান তিনি।   

ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল পেয়ে যায় সাদা-কালো বাহিনী। একক কৃতিত্বে গোল করেন ডেভিড লাললানসাঙ্গা। তাঁর দুরন্ত গোলটি মনে রাখার মতো। তবে ডেভিডের গোলের জন্য দায়ী ভবানীপুরের রক্ষণভাগ। স্যামুয়েলের কাছে থেকে পাস পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে গোল করেন ডেভিড। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি ভবানীপুর। ম্যাচের ৩১ মিনিটে গোল করেন জিতেন মুর্মু। প্রথমার্ধে ফল দাঁড়ায় ১-১।

দ্বিতীয়ার্ধের শুরুতে মহমেডানের খেলোয়াড়রা ছক পালটে ভবানীপুরের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন। জয় সুনিশ্চিত করতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মহমেডান। ফলও পেয়ে যায় তারা। ৬৩ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন ডেভিড। ম্যাচের বাকি সময়ে ভবানীপুর সমতা ফেরানোর চেষ্টা করে আর মহমেডান লিড বাড়ানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ফল একই থাকে। মহমেডান ২-১ গোলে জেতে ভবানীপুরের বিরুদ্ধে।

আরও পড়ুন

আইএসএল: আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাবকে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?