Homeখেলাধুলোফুটবলআইএসএল: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

আইএসএল: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট: ৩ (দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, মনবীর সিং) চেন্নাইয়িন এফসি: ১ (রাফায়েল ক্রিভেলারো)

চেন্নাই: পর পর তিনটি ম্যাচে জিতল মোহনবাগান সুপার জায়েন্ট। এ বারের ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ভালো ভাবেই শুরু করেছে তারা। শনিবার তৃতীয় ম্যাচটি ছিল অ্যাওয়ে ম্যাচ। প্রথম দুটি ম্যাচ ছিল ঘরের মাঠে। যে আধিপত্য নিয়ে এ দিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলল সবুজ-মেরুন বাহিনী, তাতে বোঝাই যায়নি তারা প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি-র মাঠে খেলছে।

শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে খেলা খেলে এ দিন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে ৩-১ গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি ১টি গোল শোধ করে। পরের মিনিটেই মোহনবাগান আর-একটি গোল করে ৩-১ গোলে জয়লাভ করে।

দলের তিন গোলেই সহায়তা করেছেন কেরল থেকে আসা মিডফিল্ডার সহাল আবদুল সামাদ। তিন গোলদাতাকে কার্যত তিনিই গোল সাজিয়ে দেন। এ দিন নিজের সেরা ফর্মে ছিলেন এই তারকা ফুটবলার। পুরো ম্যাচটা অসাধারণ খেলে গেলেন তিনি। প্রতিপক্ষের গোল এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন। এ দিন হ্যাটট্রিক করতে পারতেন সহাল। সেই সুযোগ নষ্ট করলেন। এ দিন সহালই ম্যাচের সেরা হন।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মোহনবাগান  

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। তবে মাঝেমাঝে প্রতি- আক্রমণে উঠে আসার চেষ্টা করে চেন্নাইয়িন এফসি। তবে কিছু পরেই ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মোহনবাগান। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় মোহনবাগান। বক্সের ডান দিক থেকে সহাল মাঝারি উচ্চতার মাপা ক্রস দেন অস্ট্রেলীয় তারকা পেত্রাতোসের উদ্দেশে। সুযোগটি কাজে লাগান তিনি। সেই বলে ঠিকঠাক মাথা ছুঁইয়ে চেন্নাইয়ের জালে বল জড়িয়ে দেন পেত্রাতোস। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।

এর পরে সহাল অন্তত তিন বার চেন্নাইয়ের গোলের সামনে পৌঁছে যান। দু’বার তাঁর শট একটুর জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। এক বার চেন্নাইয়ের ডিফেন্ডার গোললাইন সেভ করেন। এ ভাবেই মোহনবাগানের দ্বিতীয় গোলটি চলে আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটের মাথায়। এই গোলটিও জেসন কামিংসকে কার্যত সাজিয়ে দেন সহাল। এ বার বাঁ দিক দিয়ে উঠে চেন্নাইয়ের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কামিংসকে বল বাড়ান সহাল। হালকা টোকায় চেন্নাইয়ের গোলে বলল ঠেলে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৩-১

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার আপ্রাণ চেষ্টা করে চেন্নাইয়িন। তারা বাগানের বক্সে ঢুকে আক্রমণ শানানোর চেষ্টা করে। তবে সবুজ-মেরুন বাহিনীর রক্ষণ সজাগ ছিল। তবু এরই মধ্যে ৫৫ মিনিটের মাথায় গোলের মুখ দেখে চেন্নাইয়িন। ফ্রি কিক থেকে গোল করেন পরিবর্ত খেলোয়াড় রাফায়েল ক্রিভেলারো। ওয়ালে দাঁড়ানো শুভাশিসের গায়ে লেগে তাঁর ফ্রি কিক গতিপথ পালটে গোলের বাঁ দিকের ওপরের কোণ দিয়ে মোহনবাগানের গোলে ঢুকে যায়। গোলকিপার বিশাল কায়েথ ঝাঁপিয়ে পড়েও তার নাগাল পাননি। 

কিন্তু পরের মিনিটেই মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মনবীর সিং। এই গোলেরও অনেকটা কৃতিত্ব সেই সহালের। চেন্নাইয়িনের বক্সের সামনে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ডান দিকে থাকা অরক্ষিত মনবীরকে কোণাকুনি পাস বাড়ান সহাল। গোল করতে ভুলচুক করেননি মনবীর। প্রথম পোস্টের ভিতর দিয়েই জালে বল জড়িয়ে দেন তিনি। চেন্নাইয়িনের গোলকিপারের কিছু করার ছিল না। বাগান এগিয়ে যায় ৩-১ গোলে।

এর পরেও মোহনবাগান গোলের সংখ্যা আরও বাড়াতে পারত। চেন্নাইয়িনের গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন অনিরুদ্ধ থাপা। ৬৯ মিনিটে সহালের দুরন্ত থ্রু থেকে বল পেয়ে আরমান্দো সাদিকুর উদ্দেশে নিচু ক্রস দেন মনবীর। কিন্তু তার নাগাল পাননি সাদিকু। পাঁচ মিনিট পরেই পেত্রাতোস ও সাদিকু নিজেদের মধ্যে বল আদানপ্রদান করে গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত চেন্নাইয়ের রক্ষণ ভাগের খেলোয়াড় তা আটকে দেন। ৭৬ মিনিটে কর্নার থেকে মনবীরের ফ্লিক গোলে ঢুকে যেতে পারত। কিন্তু চেন্নাইয়িনের গোলকিপারের হাতে লেগে তা বাইরে চলে যায়। মোহনবাগান শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে।

টানা তৃতীয় ম্যাচ জিতে ন’ পয়েন্ট নিয়ে লিগতালিকার শীর্ষেই থাকল মোহনবাগান। অন্য দিকে চেন্নাইয়িন এফসি লিগ তালিকার সর্বশেষ স্থানে নেমে গেল। তিন ম্যাচে এই নিয়ে আট গোল খেল তারা। এই দিনই লিগে তারা গোলের খাতা খুলল।

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে