Homeখেলাধুলোফুটবল১৯ বছর পর ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি

১৯ বছর পর ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট ২ ( কামিংস, সাদিকু) এফসি গোয়া (নোহা)

কলকাতা: এগিয়ে গিয়েও জিততে পারল না এফসি গোয়া। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট-এর কাছে তারা ১-২ গোলে হেরে গেল। এ বার ফাইনালে কলকাতা ডার্বি। ২০০৪-এর পরে আবার কলকাতার দুই প্রধান ডুরান্ড ফাইনালে মুখোমুখি হবে। রবিবার ফাইনালের খেলা। এই নিয়ে দ্বিতীয় বার কলকাতা ডার্বি হবে এ বারের ডুরান্ডে। এর আগের ডার্বিতে গ্রুপ লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে।

প্রসঙ্গত, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড জিতেছে। ডুরান্ড ফাইনালে আবার মুখোমুখি দুই দল। ডুরান্ড কাপ জয়ের নিরিখে এ বার কেউ এক জন এগিয়ে যাবে। ২০০৪ সালে শেষ বার ডুরান্ড জেতে ইস্টবেঙ্গল। শেষ বার মোহনবাগান ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে।

প্রথমার্ধে ১-১

এ দিন ম্যাচের শুরুতে মোহনবাগানের রক্ষণভাগে ঝাঁপিয়ে পড়ে এফসি গোয়া। ম্যাচের ৪ মিনিটেই তারা কর্নার পেয়ে যায়। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচ একটু গড়াতে আক্রমণে যায় মোহনবাগান। কিন্তু গোয়ার রক্ষণভাগে তেমন ত্রাস সৃষ্টি করতে পারেনি। এরই মধ্যে ম্যাচের ১৬ মিনিটে গোল করার সুযোগ পায় মোহনবাগান। আশিকের ক্রসে প্রায় পা লাগিয়ে ফেলেছিলেন জেসন কামিংস। কিন্তু গোয়ার রক্ষণের খেলোয়াড় ঠিক সময়ে এসে দলকে বিপন্মুক্ত করে।

MB 12
জয়ের পরে সমর্থকদের উল্লাস।

ম্যাচের ২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় এফসি গোয়া। হুগো বৌমৌসের ভুলের খেসারত দিল মোহনবাগান। তাঁর ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে যান গোয়ার নোহা সদাউই। মোহনবাগানের জালে বল জড়িয়ে দিতে তিনি কোনো ভুলচুক করেননি। গোল করে আরও মারমুখী হয়ে ওঠে গোয়া। ৩২ মিনিটে একটা ক্রসে হেড দিয়ে গোল করার চেষ্টা করেন নোহা। কিন্তু তিনি মাথা ছোঁয়াতে পারেননি।

আবার নোহা সদাউই। ম্যাচের ৩৮ মিনিটে গোয়া প্রায় দ্বিতীয় গোল করে ফেলেছিল। মোহনবাগানের গোল লক্ষ্য করে নেওয়া নোহার শট একেবারে গোললাইন থেকে বাঁচান মোহনবাগানের রক্ষণের খেলোয়াড়।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধায় আশিক কুরুনিয়ান পড়ে যান। রেফারি ফ্রি-কিক দেন। কিন্তু তাঁর সহকারী বলেন গোয়ার বক্সের মধ্যেই ফাউল হয়েছে। রেফারি পেনাল্টি দিলে গোয়া তীব্র প্রতিবাদ করে, বিশেষ করে ভিক্টর রডরিগেজ। যাই হোক, সেই বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেন জেসন কামিংস। প্রথমার্ধে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জয়সূচক গোল

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোয়া আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৭ মিনিটে নোহার শট বাঁচিয়ে দেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। এ বার মোহনবাগান পালটা আক্রমণে যায়। এ ভাবেই সমানে সমানে খেলা চলতে থাকে। এই অবস্থাতেই ৬১ মিনিটে গোল পেয়ে যায় মোহনবাগান।

গোয়ার ঝিঙ্গানের ভুলে বক্সের বাইরে বল পেয়ে যান মোহনবাগানের সাদিকু। গোয়ার রক্ষণের দু-একজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সাদিকু। গোয়ার গোলকিপার ধীরাজ ঝাঁপ দিয়ে বল আটকানোর চেষ্টা করেন। কিন্তু বল গোয়ার জালে জড়িয়ে যায়। মোহনবাগান এগিয়ে যায় ২-১ গোলে।

এর পরে গোয়া আপ্রাণ চেষ্টা করে ম্যাচে সমতা আনার। মোহনবাগানও চেষ্টা করে লিড বাড়ানো। কিন্তু কোনো পক্ষই সফল হয়নি। শেষ পর্যন্ত মোহনবাগান ২-১ গোলে ম্যাচ জেতে।             

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...