Homeখেলাধুলোফুটবল১৭ বার ডুরান্ড কাপ জয়, সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান

১৭ বার ডুরান্ড কাপ জয়, সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ নিতে সবুজ-মেরুন খেলোয়াড়রা যখন মঞ্চের দিকে চলেছেন, তখন গার্ড অব অনার দিচ্ছেন লাল-হলুদ খেলোয়াড়রা। প্রতিযোগিতার ময়দানে এ এক অভিনব দৃশ্য। এই নিয়ে ১৭ বার ডুরান্ড কাপ জিতল মোহনবাগান। ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি বার জিতে রেকর্ড গড়ল মোহনবাগান।

ব্রিটিশ ভারতের তৎকালীন বিদেশসচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ডের নামে ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয় ১৮৮৮ সালে, শিমলায়। ১৯৪০ সালে তা সরে আসে দিল্লিতে। কালক্রমে এই টুর্নামেন্ট গোয়া হয়ে কলকাতায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ, ভারত-চিন যুদ্ধ, কোভিড ও নানা কারণে ১৩৫ বছরের মধ্যে ২১ বছর এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি।

২৩ বছর পরে মোহনবাগানের ঘরে

ডুরান্ডের ইতিহাসে ২৩ বছর পর ডুরান্ড জিতল মোহনবাগান। এর আগে জিতেছিল ২০০০ সালে। ফাইনালে হারিয়েছিল মাহিন্দ্রা ইউনাইটেডকে। রবিবারের ফাইনালের আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দু’ দলই ১৬ বার করে ডুরান্ড কাপ জেতার রেকর্ড করে ফেলেছিল। এ দিনের খেলায় জিতে কাপজয়ের হিসাবে ইস্টবেঙ্গলের তুলনায় এক কদম এগিয়ে থাকল মোহনবাগান। ডুরান্ড কাপের পুরস্কারঅর্থ হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট পেল ৬০ লক্ষ টাকা।

আর এ দিনের ফাইনালে জিতে আগের পরাজয়ের মধুর প্রতিশোধ নিল মোহনবাগান। দুটি ক্ষেত্রে প্রতিশোধ – প্রথমত, এ বারের টুর্নামেন্টেই গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গলের কাছে হারের প্রতিশোধ; দ্বিতীয়ত, এর আগে ডুরান্ড ফাইনালে দুই প্রধানের সাক্ষাৎ হয়েছিল ২০০৪-এ। সেবার মোহনবাগান ১-২ গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে।

durand rajib 2
ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রাজীব বসু।

কী পেল ইস্টবেঙ্গল

ডুরান্ডে রানার্স হওয়ার সুবাদে হিসাবে ইস্টবেঙ্গল এফসি পেল ৩০ লক্ষ টাকা। এ দিন মোহনবাগানের কাছে হেরে গেলেও ইস্টবেঙ্গলের তেমন আপশোশ করার কিছু নেই। এই টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স করল, তাতে তাদের সন্তুষ্ট হওয়ারই কথা। গত আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের স্থান ছিল শেষের দিক থেকে তৃতীয়।

ইস্টবেঙ্গলের আরও সন্তুষ্টির কারণ আছে। তাদের নন্দকুমার সেকর পেলেন গোল্ডেন বল। এই টুর্নামেন্টে তিনবার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, গ্রুপ স্টেজের ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন নন্দকুমার।

গোল্ডেন গ্লাভ বিশাল কাইথকে

গোল্ডেন গ্লাভ পেলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তিনি গত আইএসএল টুর্নামেন্টেও গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন। ডুরান্ডে এই পুরস্কার জিতে বিশাল পেলেন ৩ লক্ষ টাকা। মহমেডান স্পোর্টিং-এর ডেভিড লালনসাঙ্গা পেলেন গোল্ডেন বুট।

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...