Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হলেন গগন নারাং, ভারতের পতাকা বইবেন...

প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হলেন গগন নারাং, ভারতের পতাকা বইবেন সিন্ধু ও শরথ

প্রকাশিত

আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘শেফ দ্য মিশন’ হিসেবে নির্বাচিত হয়েছেন গগন নারাং। সোমবার, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পি টি ঊষা এই ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হবেন পি ভি সিন্ধু ও শরথ কমল।

ঊষা বলেন, “শেফ দ্য মিশন হিসেবে একজন অলিম্পিক পদকজয়ীকেই চেয়েছিলাম। মেরি কমের পরিবর্তে গগন নারাং এই দায়িত্ব গ্রহণ করেছেন, যা অত্যন্ত আনন্দের। এছাড়া, ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ হিসেবে দুটি অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু পতাকা বাহক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন অচন্তা শরথ কমল। আমি নিশ্চিত, প্যারিস অলিম্পিক্সে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের সেরাটা দেবেন।”

মূলত ভারতের শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাওয়ার কথা ছিল মেরি কমের। তবে গত এপ্রিলে তিনি ব্যক্তিগত সমস্যার কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মেরি কম বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই না, কিন্তু এই ক্ষেত্রে আমার কোনো উপায় নেই।” পারিবারিক সমস্যার কারণে তিনি প্যারিসে যেতে পারবেন না বলে জানিয়েছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেট দলে জায়গা হল জেসউইন অলড্রিন ও অঙ্কিতা ধ্যানীর

দ্বিতীয়বারের মতো অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু এবার সোনার পদক জয়ের লক্ষ্যে নামছেন। এর আগে তিনি ব্রোঞ্জ ও রুপোর পদক জিতেছেন। এবার তাঁর লক্ষ্য সোনা। অন্যদিকে, এই প্যারিস অলিম্পিক্স হতে চলেছে টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমলের শেষ অলিম্পিক্স। দেশের সকল ক্রীড়াপ্রেমীদের নজর এখন প্যারিস অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্সের দিকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।