Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে...

এশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে ভারত

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। ৭৪ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তা-ই হল। ভারত কোনো গেমসে এত পদক জেতেনি। এর আগে সব চেয়ে বেশি পদক জিতেছিল ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসে। সে বার জিতেছিল ৭০টা পদক – ১৬টা সোনা, ২৩টা রুপো এবং ৩১টা ব্রোঞ্জ। এ বার চিনের হ্যাংঝাউয়ে অনুষ্ঠিত গেমসে ভারতের ঘরে এল ২৮টা সোনা, ৩৮টা রুপো এবং ৪১টা ব্রোঞ্জ।

পদকের সংখ্যায় তিন অঙ্কে ঢুকতে পেরেছে চারটি দেশ। শীর্ষস্থানে রয়েছে চিন ১৯৯ সোনা, ১০৮ রুপো এবং ৭১ ব্রোঞ্জ নিয়ে। অনেক দূরে দ্বিতীয় স্থানে জাপান। তাদের ঝুলিতে ৫০ সোনা, ৬৫ রুপো এবং ৬৯ ব্রোঞ্জ। ৪০ সোনা, ৫৯ রুপো এবং ৮৯ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। এর পর ভারত। আর কোনো দেশ পদকের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারেনি।

শুক্রবার ভারত ৯৫টি পদক ঝুলিতে ভরে দিনের খেলা শেষ করেছিল। এর মধ্যে  সোনা ছিল ২২টি। শনিবার ভারত আরও ১২টি পদক পায়। তার মধ্যে ৬টিই সোনা। বাকি ৬টি পদকের মধ্যে ৪টে রুপো এবং ২টি ব্রোঞ্জ।

৬টি সোনার পদক

শনিবার যে ৬টি সোনার পদক এল তার মধ্যে ২টি এল কবাডি থেকে, ২টি তিরন্দাজি থেকে এবং ১টি করে ক্রিকেট ও ব্যাডমিন্টন থেকে।

তিরন্দাজির ২টি সোনা এল কম্পাউন্ডে মহিলা এবং পুরুষদের ব্যক্তিগত বিভাগে। মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা বেন্নাম। আর পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ওজাস প্রবীণ দেওতালে।

কবাডির পুরুষ এবং মহিলা, দুই দলই সোনা পেল। পুরুষরা হারাল ইরানকে এবং মহিলারা হারাল চাইনিজ তাইপেইকে।

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে জিতে দেশের জন্য সোনা আনলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। 

বৃষ্টির ফলে ব্যাহত পুরুষদের ক্রিকেট ফাইনাল ম্যাচ ব্যাহত হয়। বাছাই তালিকায় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের উপরে থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।  

৪টি রুপোর পদক

তিরন্দাজি কম্পাউন্ডে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ওজাস প্রবীণ দেওতালের পরাজিত হয়ে দেশের জন্য রুপো আনলেন অভিষেক বর্মা।

পুরুষ ও মহিলাদের দাবা দল রুপো জিতল। বিদিত, অর্জুন এবং হরিকৃষ্ণ পি-কে নিয়ে পুরুষদের দাবা দল রাউন্ড ৯ ম্যাচে ফিলিপাইন্সকে হারিয়ে রুপো পেল। মহিলাদের দাবা দল রুপো পেল কাজাখস্তানকে হারিয়ে।

ফ্রি স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে দু’বার অলিম্পিক পদকজয়ী ইরানের হাসান ইয়াজদানিকে হারিয়ে রুপো পেলেন দীপক পুনিয়া।  

২টি ব্রোঞ্জ পদক

তিরন্দাজি কম্পাউন্ডে মহিলাদের ব্যক্তিগত বিভাগ থেকে ব্রোঞ্জ জিতলেন অদিতি গোপীচাঁদ স্বামী।

মেয়েদের হকিতে ব্রোঞ্জ পেল ভারত। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারক ম্যাচে ভারত ২-১ গোলে হারায় জাপানকে।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের কবাডি থেকে 

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে