Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের...

এশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের কবাডি থেকে

প্রকাশিত

হ্যাংঝাউ: তিরন্দাজি ও কবাডি থেকে শনিবার ৩টে সোনা আসার পর এ দিন আরও তিনটে সোনা এল – ব্যাডমিন্টন, ক্রিকেট ও কবাডি থেকে। ফলে এ বারের এশিয়ান গেমস থেকে ভারতের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ২৮। মোট পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩।

পুরুষদের ব্যাডমিন্টনে সোনা

পুরুষদের ডাবলসের ফাইনালে জিতে দেশের জন্য সোনা আনলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা দক্ষিণ কোরিয়ার চয় সোলগিউ ও কিম ওনহো জুটিকে ২১-১৮, ২১-১৬ ফলে হারালেন।

প্রথম গেমে ভারতীয় জুটি বেশ কয়েক বার পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছেন। শেষ পর্যন্ত ২৯ মিনিটে এই ম্যাচের ফয়সালা হয়। এর পরের গেমে ভারতীয় জুটি তুলনামূলক ভাবে সহজে জেতে। ২৮ মিনিটে এই ম্যাচের নিষ্পত্তি হয়। সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ ভারতের প্রথম ডাবলস জুটি যারা এশিয়ান গেমস থেকে এই প্রথম ব্যাডমিন্টনে সোনা আনল।      

পুরুষদের ক্রিকেটে সোনা

বৃষ্টির ফলে ব্যাহত ফাইনালে ম্যাচে জয়পরাজয়ের মীমাংসা না হওয়ায় পুরুষদের ক্রিকেটে ভারতকে বিজয়ী ঘোষণা করা হল। বাছাই তালিকায় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের উপরে থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ফলে পুরুষদের ক্রিকেটেও সোনা পেল ভারত।

ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান। গোড়ার দিকে খুব দ্রুত ৫টি উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন গুলবাদিন নাইব এবং শহিদুল্লাহ কমল। তাঁরা দলের রান পৌঁছে দেন ১১২-তে। আফগানিস্তান যখন ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রানে পৌঁছোয় তখনই বৃষ্টি নামে।

শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় স্থানীয় সময় দুপুর ২টো ৪০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এবং বাছাই তালিকায় আফগানিস্তানের উপরে থাকার সুবাদে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরুষদের কবাডিতেও সোনা

পুরুষদের কবাডিতেও ভারতই সোনা পেল। ইরানকে তারা হারাল ৩৩-২৯ পয়েন্টে। গোড়ার দিকে ভারত ৫-৭ পয়েন্টে ইরানের থেকে পিছিয়ে গেলেও বিরতির সময় তারা ১৯-১৩ পয়েন্টে এগিয়ে যায়। কবাডি ফাইনাল বাঁশি বাজার ৫ মিনিট বাকি থাকতে ভারত এগিয়ে থাকে ২৮-২৫ পয়েন্টে। শেষ পর্যন্ত দুই দলের ম্যাচ ২৯-২৯ পয়েন্টে সাসপেন্ড হয়ে যায়।

‘টাচ’ করা, না-করা নিয়ে দুই দলে তুমুল বিতর্ক শুরু হয়। খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। ম্যাচ রেফারি/বিচারকরা আলোচনায় বসেন। দুই দলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশনের (আইকেএফ) নিয়ম অনুযায়ী ভারতকে ৪ পয়েন্ট দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ভারত ৩৩-২৯ পয়েন্টে হারায় ইরানকে।

আরও পড়ুন         

এশিয়ান গেমস ২০২৩: কবাডি ও তিরন্দাজি থেকে এল আরও ৩টি সোনা, ভারতের পদকসংখ্যা ১০০ ছুঁল       

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?