Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের...

এশিয়ান গেমস ২০২৩: ভারত আরও ৩টি সোনা আনল ব্যাডমিন্টন, ক্রিকেট ও পুরুষদের কবাডি থেকে

প্রকাশিত

হ্যাংঝাউ: তিরন্দাজি ও কবাডি থেকে শনিবার ৩টে সোনা আসার পর এ দিন আরও তিনটে সোনা এল – ব্যাডমিন্টন, ক্রিকেট ও কবাডি থেকে। ফলে এ বারের এশিয়ান গেমস থেকে ভারতের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ২৮। মোট পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩।

পুরুষদের ব্যাডমিন্টনে সোনা

পুরুষদের ডাবলসের ফাইনালে জিতে দেশের জন্য সোনা আনলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা দক্ষিণ কোরিয়ার চয় সোলগিউ ও কিম ওনহো জুটিকে ২১-১৮, ২১-১৬ ফলে হারালেন।

প্রথম গেমে ভারতীয় জুটি বেশ কয়েক বার পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছেন। শেষ পর্যন্ত ২৯ মিনিটে এই ম্যাচের ফয়সালা হয়। এর পরের গেমে ভারতীয় জুটি তুলনামূলক ভাবে সহজে জেতে। ২৮ মিনিটে এই ম্যাচের নিষ্পত্তি হয়। সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ ভারতের প্রথম ডাবলস জুটি যারা এশিয়ান গেমস থেকে এই প্রথম ব্যাডমিন্টনে সোনা আনল।      

পুরুষদের ক্রিকেটে সোনা

বৃষ্টির ফলে ব্যাহত ফাইনালে ম্যাচে জয়পরাজয়ের মীমাংসা না হওয়ায় পুরুষদের ক্রিকেটে ভারতকে বিজয়ী ঘোষণা করা হল। বাছাই তালিকায় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের উপরে থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ফলে পুরুষদের ক্রিকেটেও সোনা পেল ভারত।

ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান। গোড়ার দিকে খুব দ্রুত ৫টি উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন গুলবাদিন নাইব এবং শহিদুল্লাহ কমল। তাঁরা দলের রান পৌঁছে দেন ১১২-তে। আফগানিস্তান যখন ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রানে পৌঁছোয় তখনই বৃষ্টি নামে।

শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় স্থানীয় সময় দুপুর ২টো ৪০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এবং বাছাই তালিকায় আফগানিস্তানের উপরে থাকার সুবাদে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরুষদের কবাডিতেও সোনা

পুরুষদের কবাডিতেও ভারতই সোনা পেল। ইরানকে তারা হারাল ৩৩-২৯ পয়েন্টে। গোড়ার দিকে ভারত ৫-৭ পয়েন্টে ইরানের থেকে পিছিয়ে গেলেও বিরতির সময় তারা ১৯-১৩ পয়েন্টে এগিয়ে যায়। কবাডি ফাইনাল বাঁশি বাজার ৫ মিনিট বাকি থাকতে ভারত এগিয়ে থাকে ২৮-২৫ পয়েন্টে। শেষ পর্যন্ত দুই দলের ম্যাচ ২৯-২৯ পয়েন্টে সাসপেন্ড হয়ে যায়।

‘টাচ’ করা, না-করা নিয়ে দুই দলে তুমুল বিতর্ক শুরু হয়। খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। ম্যাচ রেফারি/বিচারকরা আলোচনায় বসেন। দুই দলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশনের (আইকেএফ) নিয়ম অনুযায়ী ভারতকে ৪ পয়েন্ট দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ভারত ৩৩-২৯ পয়েন্টে হারায় ইরানকে।

আরও পড়ুন         

এশিয়ান গেমস ২০২৩: কবাডি ও তিরন্দাজি থেকে এল আরও ৩টি সোনা, ভারতের পদকসংখ্যা ১০০ ছুঁল       

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...

কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

সঞ্জয় হাজরা বৃহস্পতিবার রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে