Homeখেলাধুলোএশিয়াড মহিলা হকি: সেমিফাইনালে চিনের কাছে হেরে গেল শীর্ষ বাছাই ভারত

এশিয়াড মহিলা হকি: সেমিফাইনালে চিনের কাছে হেরে গেল শীর্ষ বাছাই ভারত

প্রকাশিত

চিন: ৪ (ঝং জিয়াকি, জৌ মাইরং, লিয়াং মাইয়ু ও গু বিংফেং) ভারত: ০

হ্যাংঝাউ: রীতিমতো দুঃসংবাদ। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের হকিতে ফেভারিট ছিল শীর্ষ বাছাই ভারত। তারা সেভাবে খেলছিলও। কিন্তু বৃহস্পতিবার আয়োজক দেশ চিনের কাছে ০-৪ গোলে হেরে গেল ভারত।

এ বার তারা ব্রোঞ্জের জন্য খেলবে। অপর সেমিফাইনাল লড়াই হবে কোরিয়া ও জাপানের মধ্যে। এই দুই দলের মধ্যে পরাজিত দলের মুখোমুখি হবে ভারত ব্রোঞ্জের জন্য।

পুরো ম্যাচে আধিপত্য চিনের

এ দিনের ম্যাচে বলের দখল অনেক বেশি ছিল চিনের। ম্যাচের গোড়া থেকেই তারা আক্রমণ শানায়। গোল করার সুযোগও পায়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। চিন বেশ কয়েকটা পেনাল্টি কর্নারও পায়, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টারের ১০ মিনিটের মাথায় গোল পায় চিন। ঝং জিয়াকি ফ্লিক করে গোল করেন। বিরতিতে তারা ১-০ গোলে এগিয়ে থাকে।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবার ঝাঁপিয়ে পড়ে চিন। ভারতও যেন চিনের কাছে আত্মসমর্পণ করে। তৃতীয় কোয়ার্টারের ১০ মিনিটে অর্থাৎ ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পায় চিন। জৌ মাইরংয়ের শট ভারতের এক ডিফেন্ডারের স্টিকে লেগে চলে আসে সেই মাইরংয়ের কাছে। মাইরং এ বার গোল করতে কোনো ভুলচুক করেননি। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পর পর দুটি পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি।

চতুর্থ তথা শেষ কোয়ার্টারে দুটি গোল পায় চিন। ম্যাচের ৫৫ মিনিটে লিয়াং মাইয়ু দলের হয়ে তৃতীয় গোল করেন। ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল চিনের গু বিংফেংয়ের স্টিক থেকে।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: স্কোয়াশে সোনা দীপিকা-হরিন্দর জুটির, আপাতত ২১টি স্বর্ণপদক ভারতের ঝুলিতে

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...