Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

প্রকাশিত

হ্যাংঝাউ: শনিবার এশিয়ান গেমসে আরও দুটো সোনা এল ভারতের ঝুলিতে। টেনিস এবং স্কোয়াশে। এই নিয়ে ভারতের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ১০।

টেনিসে মিক্সড্‌ ডাবলস-এর ফাইনালে ভারতের রোহন বোপান্না এবং ঋতুজা সম্পতরাও ভোসালে চাইনিজ তাইপেই-এর জুটিকে ২-৬, ৬-৩, ১০-৪ ফলে হারিয়ে সোনা জেতেন। বোপান্না-ভোসালে তৃতীয় সেটে টাইব্রেকারে প্রতিপক্ষ জুটিকে হারান।

টেনিসে এই নিয়ে দ্বিতীয় পদক এল। এর আগে পুরুষদের ডাবলস-এর ফাইনালে রুপো জেতেন রামকুমার রমানাথন এবং সকেথ মায়নেনি।

স্কোয়াশে সোনা

শনিবার আরও একটি সোনা আসে স্কোয়াশ থেকে। ভারতের সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মনগাঁওকর ফাইনালে ২-১ ফলে হারান পাকিস্তানকে। প্রথম ম্যাচে ভারতের মহেশ মনগাঁওকর পাকিস্তানের নাসির ইকবালের স্ট্রেট সেটে হেরে যান।

পরের ম্যাচে অভিজ্ঞ সৌরভ ঘোষাল পাকিস্তানের মোহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১ ও ১১-৩ ফলে হারান। ফলে ম্যাচে সমতা আসে।

শেষ ম্যাচে ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জমনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে অভয় জেতেন ১১-৭ পয়েন্টে। এর পর দুটি গেমে ফিরে আসেন ১৯ বছরের জমন। তিনি জেতেন ১১-৯ ও ১১-৮ পয়েন্টে। দেশের হয়ে সোনা আনতে হলে অভয়কে শেষ দুটি গেমই জিততে হত। এবং অভয় সেটাই করলেন। চতুর্থ গেম অভয় জিতলেন ১১-৯ পয়েন্টে।

শেষ গেমে চরম উত্তেজনা। নুর জমন এগিয়ে আছেন ১০-৮ পয়েন্টে। এখান থেকে ম্যাচ বার করতে হলে পর পর ৪ পয়েন্ট পেতে হবে অভয়কে। অভয় সেটাই করলেন। দুর্দান্ত লড়ে ভারতের জন্য নিয়ে এলেন সোনা।

আরও রুপো ও ব্রোঞ্জ পদক

অ্যাথলেটিক্সে পদক আসতে শুরু করেছে ভারতের। ১০০০০ মিটার দৌড়ে ভারত পেল রুপো আর ব্রোঞ্জ। ভারতের কার্তিক কুমার ২৮:১৫.৩৮ মিনিট সময় করে রুপো পেলেন। আর গুলবীর সিং ২৮:১৭.২১ মিনিট সময় করে ব্রোঞ্জ পান। শট পুট-এ তৃতীয় প্রচেষ্টায় ১৭.৩৬ মিটার দূরে লোহার বল ছুড়ে ব্রোঞ্জ পান কিরণ বলিয়ান।   

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড্‌ ইভেন্টের ফাইনালে সরবজিৎ সিং ও দিব্যা থোডিগল চিনের কাছে ১৪-১৬ পয়েন্টে হেরে রুপো পান।

জোশনা চিনাপ্পা, তনভি খন্না এবং অনহত সিং স্কোয়াশের সেমিফাইনালে হংকং-এর কাছে ১-২ ম্যাচে হেরে ব্রোঞ্জ পান।     

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...