Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

প্রকাশিত

হ্যাংঝাউ: শনিবার এশিয়ান গেমসে আরও দুটো সোনা এল ভারতের ঝুলিতে। টেনিস এবং স্কোয়াশে। এই নিয়ে ভারতের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ১০।

টেনিসে মিক্সড্‌ ডাবলস-এর ফাইনালে ভারতের রোহন বোপান্না এবং ঋতুজা সম্পতরাও ভোসালে চাইনিজ তাইপেই-এর জুটিকে ২-৬, ৬-৩, ১০-৪ ফলে হারিয়ে সোনা জেতেন। বোপান্না-ভোসালে তৃতীয় সেটে টাইব্রেকারে প্রতিপক্ষ জুটিকে হারান।

টেনিসে এই নিয়ে দ্বিতীয় পদক এল। এর আগে পুরুষদের ডাবলস-এর ফাইনালে রুপো জেতেন রামকুমার রমানাথন এবং সকেথ মায়নেনি।

স্কোয়াশে সোনা

শনিবার আরও একটি সোনা আসে স্কোয়াশ থেকে। ভারতের সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মনগাঁওকর ফাইনালে ২-১ ফলে হারান পাকিস্তানকে। প্রথম ম্যাচে ভারতের মহেশ মনগাঁওকর পাকিস্তানের নাসির ইকবালের স্ট্রেট সেটে হেরে যান।

পরের ম্যাচে অভিজ্ঞ সৌরভ ঘোষাল পাকিস্তানের মোহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১ ও ১১-৩ ফলে হারান। ফলে ম্যাচে সমতা আসে।

শেষ ম্যাচে ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জমনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে অভয় জেতেন ১১-৭ পয়েন্টে। এর পর দুটি গেমে ফিরে আসেন ১৯ বছরের জমন। তিনি জেতেন ১১-৯ ও ১১-৮ পয়েন্টে। দেশের হয়ে সোনা আনতে হলে অভয়কে শেষ দুটি গেমই জিততে হত। এবং অভয় সেটাই করলেন। চতুর্থ গেম অভয় জিতলেন ১১-৯ পয়েন্টে।

শেষ গেমে চরম উত্তেজনা। নুর জমন এগিয়ে আছেন ১০-৮ পয়েন্টে। এখান থেকে ম্যাচ বার করতে হলে পর পর ৪ পয়েন্ট পেতে হবে অভয়কে। অভয় সেটাই করলেন। দুর্দান্ত লড়ে ভারতের জন্য নিয়ে এলেন সোনা।

আরও রুপো ও ব্রোঞ্জ পদক

অ্যাথলেটিক্সে পদক আসতে শুরু করেছে ভারতের। ১০০০০ মিটার দৌড়ে ভারত পেল রুপো আর ব্রোঞ্জ। ভারতের কার্তিক কুমার ২৮:১৫.৩৮ মিনিট সময় করে রুপো পেলেন। আর গুলবীর সিং ২৮:১৭.২১ মিনিট সময় করে ব্রোঞ্জ পান। শট পুট-এ তৃতীয় প্রচেষ্টায় ১৭.৩৬ মিটার দূরে লোহার বল ছুড়ে ব্রোঞ্জ পান কিরণ বলিয়ান।   

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড্‌ ইভেন্টের ফাইনালে সরবজিৎ সিং ও দিব্যা থোডিগল চিনের কাছে ১৪-১৬ পয়েন্টে হেরে রুপো পান।

জোশনা চিনাপ্পা, তনভি খন্না এবং অনহত সিং স্কোয়াশের সেমিফাইনালে হংকং-এর কাছে ১-২ ম্যাচে হেরে ব্রোঞ্জ পান।     

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

এ বার কলকাতার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েব! তদন্তে সিট গঠন করল লালবাজার

কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাব...

রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো উচিত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সুদের হার কমানো উচিত বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।...

আরও পড়ুন

টাটা স্টিল দাবা: পুরুষ বিভাগে এগিয়ে আবদুসাত্তোরোভ এবং মহিলা বিভাগে বন্তিকা, গোরিয়াচকিনা ও লাগনো  

কলকাতা: বুধবার কলকাতার ধন ধান্য স্টেডিয়ামে শুরু হল টাটা স্টিল দাবা প্রতিযোগিতা। এ দিন...

বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ষষ্ঠ টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

সঞ্জয় হাজরা টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের চূড়ান্ত বাছাই পর্ব মঙ্গলবার কলকাতায় সম্পন্ন...

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ক্রীড়া সম্পর্কে আরেক ফাটল! পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিল না ভারত

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ক্রীড়া সম্পর্ক। এর প্রভাব পড়েছে আসন্ন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে