Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

এশিয়ান গেমস ২০২৩: তিরন্দাজিতে সোনা, পদকের সংখ্যায় জাকার্তার রেকর্ড ভাঙল ভারত

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসের ইতিহাসে এত ভালো ফল আগে কখনও করেনি ভারত। মোট পদকের সংখ্যায় ভারত পেরিয়ে গেল তাদের জাকার্তা গেমসের রেকর্ড। ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জিতেছিল ভারত। আর সোনা জয়ের হিসাবে আপাতত তারা জাকার্তা গেমসে পাওয়া ১৬টি পদকের রেকর্ড ছুঁয়েছে।

বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পদক সংখ্যা দাঁড়ায়  ৭১। তার পর ব্রোঞ্জ পায় স্কোয়াশে মিস্কড্‌ ডাবলসে। ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ৭২। মঙ্গলবার পর্যন্ত ভারতের পদকের সংখ্যা ছিল ৬৯। এর পর বুধবার সকালে প্রথম পদক আসে অ্যাথলেটিক্স থেকে। একটি ব্রোঞ্জ পদক পাওয়ার সঙ্গে সঙ্গে জাকার্তা গেমসের রেকর্ড ছোঁয় ভারত। তার পর তিরন্দাজিতে সোনার পদক ভারতকে সর্বাধিক পদকের রেকর্ডে নিয়ে যায়। এর পর স্কোয়াশে পদক।

গেমসের এখনও চার দিন বাকি। সুতরাং ভারতের পদকসংখ্যা যে অনেক বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

তিরন্দাজিতে সোনা  

বুধবার সকালে তিরন্দাজির কম্পাউন্ড মিস্কড্‌ দলগত বিভাগে সোনা জিতল ভারত। ভারতের জুটি জ্যোতি সুরেখা বেন্নাম এবং ওজাস প্রবীণ দেওতালে এই ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরীয় জুটি সো চেওন এবং জু জাইহুনকে ১৫৯-১৫৮ পয়েন্টে হারাল।

কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে ২০ পয়েন্ট। সুতরাং মোট ১৬০ পয়েন্টের খেলা হয়। ভারতের জুটি জ্যোতি আর ওজাস প্রথম রাউন্ডেই ২০ স্কোর করেন। অন্য দিকে কোরীয় জুটি ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে প্রথম রাউন্ডেই এগিয়ে যায় ভারত।

তার পর সমানে সমানে খেলা চলতে থাকে। পঞ্চম রাউন্ডে ওজাস ৯ স্কোর করেন। ফলে ভারতীয় জুটির ১৯ হয়। কিন্তু কোরীয় জুটি ২০ করায় দু’ দলই পঞ্চম রাউন্ডের পর সমান পয়েন্টে চলে আসে। সপ্তম রাউন্ডে কোরীয় জুটি ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে ভারত ১ পয়েন্টে এগিয়ে যায়। শেষ রাউন্ডে ভারতীয় জুটি ২০ স্কোর করায় কোরীয় জুটির আর কিছু করার ছিল না। ফলে ১৫৯-১৫৮ ব্যবধানে ম্যাচ জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি ও ওজাস।

অ্যাথলেটিক্সে আরও ১টি ব্রোঞ্জ   

এ দিন সকালে আরও একটি পদক এসেছে অ্যাথলেটিক্স থেকে। এই নিয়ে অ্যাথলেটিক্সে পদকের সংখ্যা দাঁড়াল ২৩। ৩৫ কিমি রেস ওয়াক মিস্কড্‌ দলগত বিভাগের ফাইনালে বাবু রাম ও মঞ্জু রানির জুটি তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেলেন।

২ ঘণ্টা ৪২ মিনিট ১১ সেকেন্ড সময় করে বাবু রাম ছিলেন চতুর্থ স্থান এবং ৩ ঘণ্টা ৯ মিনিট ৩ সেকেন্ড সময় করে মঞ্জু রানি ছিলেন ষষ্ঠ স্থানে। কিন্তু দু’ জনের মিলিত সময় দাঁড়ায় ৫ ঘণ্টা ৫১ মিনিট ১৪ সেকেন্ড। এই সামগ্রিক সময়ের ভিত্তিতে তাঁরা তৃতীয় স্থান দখল করেন।

স্কোয়াশে ব্রোঞ্জ পদক

স্কোয়াশে মিস্কড্‌ ডাবলসের সেমিফাইনালে মালয়েশিয়ার আইফা বিনতি আজমান এবং মোহম্মদ সিফিক বিন মোহম্মদ কামাল জুটি ১১-৮, ২-১১, ৯-১১ ফলে হারান ভারতের দীপিকা অনাহত সিং এবং অভয় সিংয়ের জুটিকে। ফলে দীপিকা ও অভয় ব্রোঞ্জ পদক পান।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: আর একটা পদক পেলেই জাকার্তা এশিয়াডের রেকর্ড ছোঁবে ভারত

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

৩৮ বছর বয়সে রাফায়েল নাদালের টেনিস থেকে অবসর ঘোষণা, ফিরে দেখা তাঁর সেরা ৫ পারফরম্যান্স

৩৮ বছর বয়সে রাফায়েল নাদাল টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। নভেম্বরের ডেভিস কাপ টুর্নামেন্ট, যা স্পেনের মালাগাতে অনুষ্ঠিত হবে, তার শেষ প্রতিযোগিতা হিসেবে নির্ধারিত হয়েছে।

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত