Homeখেলাধুলোআইপিএলশুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

প্রকাশিত

আইপিএল-এ নিজে খেলেছেন ১৩ বছর। ছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক। এহেন এবি ডি’ভিলিয়ার্স বেছে নিলেন আইপিএল-এর পছন্দের ক্রিকেটার। তবে তাঁর পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

আইপিএলের এ বারের মরশুমেও আবির্ভাব ঘটেছে বেশ কয়েকজন শীর্ষ পারফর্মারদের। নিজেদের যোগ্যতার জোরালো ছাপ ফেলেছেন পুরো টুর্নামেন্টে। শুভমন গিল, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটাররা ঝড় তুলেছেন। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল শুভমন। তাঁর নামের পাশে রয়েছে তিনটি সেঞ্চুরি। যদিও প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা এবি ডি’ভিলিয়ার্সের সবচেয়ে পছন্দের ব্যাটার হিসেবে তাঁকে রাখেননি।

ডি’ভিলিয়ার্সের মতে, এ বারের আইপিএল-এ সেরা ছাপ ফেলে যাওয়া ক্রিকেটার রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। জিও সিনেমার একটি চ্যাটে যশস্বীকেই পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নেওয়ার কথা জানান ডি’ভিলিয়ার্স। এই বছর তার অনুকরণীয় পারফরম্যান্সের জন্য যশস্বীর দেদার প্রশংসা করেন তিনি।

ডি’ভিলিয়ার্স বলেন, “যশস্বী জয়সওয়াল আমার জন্য এবং একটি দীর্ঘ ব্যবধানে নিশ্চিত। তিনি একজন তরুণ খেলোয়াড় এবং সমস্ত শটে অভ্যস্ত। উইকেটে তাঁর শান্ত এবং সংযত মেজাজ। বোলারদের উপর আধিপত্য বিস্তার করে তিনি যেটা করেন, সেটাই আমি পছন্দ করি। দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি নিয়ে নিয়ন্ত্রণে রয়েছেন। শুভমন একটু বড়, আমার মনে হয় জয়সওয়ালকে অনেক দূর যেতে হবে, এবং তার কাছে দুর্দান্ত হয়ে ওঠার সমস্ত উপকরণ রয়েছে।”

বলে রাখা ভালো, ১৬তম আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের ফলে, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে রেখেছে বিসিসিআই। তিনি স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডে গিয়েছেন।

jas

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। এই মরশুমের শুরু থেকেই ঝলসে ওঠে তাঁর ব্যাট। এই মরশুমে একের পর এক রেকর্ড তৈরি করেছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম অর্ধশত রান করেছেন তিনি। ১৪টি ম্যাচ খেলে তার মোট সংগ্রহ ৬২৫। গড় রান ৪৮.০৮। স্ট্রাইক রেট ১৬৩.৬১।

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

আইপিএল অধিনায়কত্বকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, কাকে বেছে নিল চেন্নাই

চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন...

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ভাবেই আইপিএল...

মঙ্গলবার আইপিএল নিলাম, কোথায় লাইভ দেখবেন, জানুন খুঁটিনাটি

আইপিএল ২০২৪-এর মিনি নিলামের প্রতীক্ষা একেবারে শেষ পর্যায়ে। মঙ্গলবার দুবাইতে খেলোয়াড়দের নিলাম করা হবে।...