Homeখেলাধুলোআইপিএলশুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

প্রকাশিত

আইপিএল-এ নিজে খেলেছেন ১৩ বছর। ছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক। এহেন এবি ডি’ভিলিয়ার্স বেছে নিলেন আইপিএল-এর পছন্দের ক্রিকেটার। তবে তাঁর পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

আইপিএলের এ বারের মরশুমেও আবির্ভাব ঘটেছে বেশ কয়েকজন শীর্ষ পারফর্মারদের। নিজেদের যোগ্যতার জোরালো ছাপ ফেলেছেন পুরো টুর্নামেন্টে। শুভমন গিল, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটাররা ঝড় তুলেছেন। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল শুভমন। তাঁর নামের পাশে রয়েছে তিনটি সেঞ্চুরি। যদিও প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা এবি ডি’ভিলিয়ার্সের সবচেয়ে পছন্দের ব্যাটার হিসেবে তাঁকে রাখেননি।

ডি’ভিলিয়ার্সের মতে, এ বারের আইপিএল-এ সেরা ছাপ ফেলে যাওয়া ক্রিকেটার রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। জিও সিনেমার একটি চ্যাটে যশস্বীকেই পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নেওয়ার কথা জানান ডি’ভিলিয়ার্স। এই বছর তার অনুকরণীয় পারফরম্যান্সের জন্য যশস্বীর দেদার প্রশংসা করেন তিনি।

ডি’ভিলিয়ার্স বলেন, “যশস্বী জয়সওয়াল আমার জন্য এবং একটি দীর্ঘ ব্যবধানে নিশ্চিত। তিনি একজন তরুণ খেলোয়াড় এবং সমস্ত শটে অভ্যস্ত। উইকেটে তাঁর শান্ত এবং সংযত মেজাজ। বোলারদের উপর আধিপত্য বিস্তার করে তিনি যেটা করেন, সেটাই আমি পছন্দ করি। দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি নিয়ে নিয়ন্ত্রণে রয়েছেন। শুভমন একটু বড়, আমার মনে হয় জয়সওয়ালকে অনেক দূর যেতে হবে, এবং তার কাছে দুর্দান্ত হয়ে ওঠার সমস্ত উপকরণ রয়েছে।”

বলে রাখা ভালো, ১৬তম আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের ফলে, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে রেখেছে বিসিসিআই। তিনি স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডে গিয়েছেন।

jas

রাজস্থান রয়্যালসের হয়ে খেলা তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। এই মরশুমের শুরু থেকেই ঝলসে ওঠে তাঁর ব্যাট। এই মরশুমে একের পর এক রেকর্ড তৈরি করেছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম অর্ধশত রান করেছেন তিনি। ১৪টি ম্যাচ খেলে তার মোট সংগ্রহ ৬২৫। গড় রান ৪৮.০৮। স্ট্রাইক রেট ১৬৩.৬১।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?