খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘ ১০ বছর পর এই সম্মান জুটল কেকেআর-এর।
এবারের মরশুমে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে নির্বাচিত হলেন কেকেআর-এর সুনীল নারিন। তিনি ‘আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন’ পুরস্কারটিও লাভ করেছেন। বিরাট কোহলির ভাগ্যে জুটেছে অরেঞ্জ ক্যাপ।
আইপিএল-এ কারা কী পুরস্কার পেলেন
জয়ী (২০ কোটি টাকা) – কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)
রানার্স আপ (১২.৫ কোটি টাকা) – সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)
মরশুমের উঠতি খেলোয়াড় (এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন) (১০ লক্ষ টাকা) – নীতীশ কুমার রেড্ডি (এসআরএইচ)
আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন (১০ লক্ষ টাকা) – সুনীল নারিন (কেকেআর)
সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) (১০ লক্ষ টাকা) – সুনীল নারিন (কেকেআর)
কমলা শিরোপা (অরেঞ্জ ক্যাপ) (১০ লক্ষ টাকা) – বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি)
বেগুনি শিরোপা (পার্পল ক্যাপ) (১০ লক্ষ টাকা) – হর্শল পটেল (পাঞ্জাব কিংস, পিবিকেএস)
সবচেয়ে বেশি ছয় (মোস্ট সিক্সেস) (১০ লক্ষ টাকা) – অভিষেক শর্মা (এসআরএইচ)
সবচেয়ে বেশি চার (মোস্ট ফোরস) (১০ লক্ষ টাকা) – ট্র্যাভিস হেড (এসআরএইচ)
সবচেয়ে ভালো স্ট্রাইক রেট (১০ লক্ষ টাকা) – জেক ফ্রেজার ম্যাকগুর্ক (দিল্লি ক্যাপিটল্স, ডিসি)
মরশুমের ক্যাচ (১০ লক্ষ টাকা) – রমনদীপ সিং (কেকেআর)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (১০ লক্ষ টাকা) – সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)
পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড (৫০ লক্ষ টাকা) – রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদ।
আইপিএল-এর ফাইনালে পুরস্কার
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মিশেল স্টার্ক (কেকেআর)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ – মিশেল স্টার্ক (কেকেআর)
ম্যাচে সবচেয়ে বেশি ছয় – বেঙ্কটেশ আইয়ার (কেকেআর)
ম্যাচে সবচেয়ে বেশি চার – রহমানুল্লাহ গুরবাজ (কেকেআর)
সবচেয়ে বেশি রানহীন (ডট) বল – হরষিত রানা (কেকেআর)
আরও পড়ুন
জিমন্যাস্টিক্সে ইতিহাস গড়লেন দীপা, প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনা