Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর

আইপিএল ২০২৪: ফাইনালে কেকেআর, এখনও একটা সুযোগ থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৯ (১৯.৩ ওভারে) (রাহুল ত্রিপাঠী ৫৫, হাইনরিখ ক্লাসেন ৩২, মিশেল স্টার্ক ৩-৩৪, বরুণ চক্রবর্তী ২-২৬)

কলকাতা নাইট রাইডার্স: ১৬৪-২ (১৩.৪ ওভার) (শ্রেয়স আইয়ার ৫৮ নট আউট, বেঙ্কটেশ আইয়ার ৫১ নট আউট)

অমদাবাদ: এত সহজেই সানরাইজার্স হায়দরাবাদকে (এসআরএইচ) উড়িয়ে দেবে, এ বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর-এর বোলারদের সামলাতে হিমশিম খেয়ে যায় এসআরএইচ-এর ব্যাটাররা। মাত্র ১৫৯ রানে এসআরএইচ গুটিয়ে যায়। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে কেকেআর-এর লাগল মাত্র ১৩.৪ ওভার। ২ উইকেটে ১৬৪ রান করে তারা এসআরএইচ-কে ৮ উইকেটে হারাল এবং পৌঁছে গেল আইপিএল ফাইনালে।        

কথায় বলে ওস্তাদের মার শেষ রাত্রে। আর সেটাই দেখালেন মিশেল স্টার্ক। ইনিংসের শুরতেই যে ভাবে প্রতিপক্ষকে ধসিয়ে দিলেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারল না তারা। স্বাভাবিক ভাবেই আইপিএল-এর ‘কোয়ালিফায়ার ১’ ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন মিশেল স্টার্ক।   

এবারের আইপিএল-এর ফরম্যাট অনুযায়ী এসআরএইচ-এর এখনও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। বুধবার ‘এলিমিনেটর’ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস্‌। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলতে হবে এসআরএইচ-কে। যারা জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে কেকেআর-এর।

মঙ্গলবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ‘কোয়ালিফায়ার ১’ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই তারা অল আউট হয়ে যায়। তাদের ইনিংসে ধ্বংস ডেকে আনেন কেকেআর-এর প্রতিটি বোলার। তবে তারই মধ্যে বিধ্বংসী ছিলেন মিশেল স্টার্ক (৩৪ বলে ৩ উইকেট) এবং বরুণ চক্রবর্তী (২৬ রানে ২ উইকেট)।

kkr in final 2 21.05

মিশেল স্টার্কের উল্লাস। ছবি কেকেআর-এর ‘এক্স’ হ্যান্ডেল থেকে নেওয়া।

উড়ে গেল হায়দরাবাদ

স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। মাত্র ২টি বল খেলে মিশেল স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফিরে যান ট্র্যাভিস হেড। এর পর নিয়মিত উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। ৩৯ রানের মধ্যে তারা ৪টি উইকেট হারায়। এর মধ্যে তিনটি উইকেটই তুলে নেন স্টার্ক। পতন কিছুটা আটকান তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং ছ’ নম্বরে নামা হাইনরিখ ক্লাসেন।

রাহুল ও ক্লাসেন পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করার পর সেই জুটি ভেঙে দেন বরুণ চক্রবর্তী। ২১ বলে ৩২ রান করে বরুণের বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্লাসেন। ১০১ রানে পঞ্চম উইকেট পড়ার পর মাত্র ২৫ রানের মধ্যে আরও ৪টি উইকেট পড়ে হায়দরাবাদের। ৩৫ বলে ৫৫ রান করে রাহুল ত্রিপাঠী রান আউট হয়ে যান। প্যাট কামিন্সের ব্যাটিংয়ের সুবাদে শেষ উইকেটে যোগ হয় ৩৩ রান। কামিন্স করেন ২৪ বলে ৩০ রান।

৩৮ বল বাকি থাকতেই কলকাতার জয়

জয়ের জন্য কলকাতার দরকার ছিল ১৬০ রান। এ দিন ওপেনিং জুটি বদল করে কেকেআর। ফিল সল্ট ইংল্যান্ডে ফিরে যাওয়ায় সুনীল নারিনের সঙ্গে জুটি বাঁধেন আফগানিস্থানের ব্যাটার রামানুল্লাহ গুরবাজ। ঝড়ের গতিতে রান তুলতে থাকে কলকাতা। মাত্র ৩.২ ওভারে উঠে যায় ৪৪ রান। এর মধ্যে গুরবাজই করেন ১৪ বলে ২৩ রান। টি নটরাজনের বলে বিজয়কান্ত বিয়সকান্তকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান গুরবাজ।

সুনীলের সঙ্গী হন বেঙ্কটেশ আইয়ার। কেকেআর-এর দ্বিতীয় উইকেট পড়ে ৬৭ রানে। সুনীল ১৬ বলে ২১ রান করে কামিন্সের বলে বিয়সকান্তকে ক্যাচ দিয়ে আউট হন। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর পিছন ফিরে তাকাননি আইয়ার জুটি। হায়দরাবাদ সংহারে নামে এই জুটি। প্রতিপক্ষের কোনো বোলারকেই পাত্তা দেননি তাঁরা। দু’জনেই অর্ধশত রান করেন। মাত্র ৭.২ ওভারে তাঁরা করেন ৯৭ রান। অর্থাৎ ওভারপিছু সাড়ে ১৩ রান। চতুর্দশ ওভারের চতুর্থ বলে ট্র্যাভিস হেডকে ৬ মেরে দলকে জয়ে পৌঁছে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তখনও নির্ধারিত ২০ ওভারের ৩৮ বল বাকি।                          

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?