Homeখেলাধুলোআইপিএলচেন্নাইয়ের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ শুভমন, আইপিএল ফাইনালের আগে স্বীকারোক্তি ফ্লেমিংয়ের

চেন্নাইয়ের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ শুভমন, আইপিএল ফাইনালের আগে স্বীকারোক্তি ফ্লেমিংয়ের

প্রকাশিত

রবিবার আইপিএল ২০২৩ (IPL 2023)-এর মেগাফাইনাল। অমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এর আগে ন’বার আইপিএলের ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। জিতেছে চার বার। এ বারও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে তারা। এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, অতীতের থেকে আরও ভালো প্রস্তুতি নিয়ে ফাইনালে নামছে তাঁর দল। তবে গুজরাত ব্যাটার শুভমন গিল যে এ মুহূর্তে তাঁদের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ, সে কথাও অস্বীকার করছেন না প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক।

ফ্লেমিং বলেছেন, সিএসকে-এর হার-জিতের অনুপাত প্রায় ৫০ শতাংশের কাছাকাছি ছিল। সাধারণত চিপকের হোম ভেন্যুতে পরিস্থিতি এবং পিচের কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি নেওয়া হতো। তবে এখন আর সেটার দরকার নেই। দল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। রবিবার ফাইনালের সময় বৃষ্টিও হতে পারে। তবে পিচ নিয়ে খুব একটা চিন্তিত নন সিএসকে কোচ।

ফাইনালের আগের দিন ফ্লেমিং বলেন, “আমরা এ বারের ফাইনালের জন্য নিজেদেরকে এতটা ভালো ভাবে প্রস্তুত করেছি, যা অতীতের থেকে আরও ভালো। ফাইনাল সবসময়ই একটু চ্যালেঞ্জের হয়। তবে ফাইনালে জেতার প্রায় ৫০ শতাংশ রেকর্ড রয়েছে আমাদের। আমরা অতীতে যা ছিলাম তার থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি।”

বিপক্ষের কথা বলতে গিয়ে গুজরাত ওপেনার শুভমন গিলের নাম টেনেছেন ফ্লেমিং। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, শুভমনের জ্বলন্ত ফর্ম চেন্নাইয়ের জন্য সবচেয়ে বড়ো চ্য়ালেঞ্জ। তিনি (শুভমন) সত্যিই ভালো খেলছেন। ফলে তাঁকে যতটা তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়ার (আউট করার) কথা ভাবতে হবে।

প্রসঙ্গত, এর আগে আইপিএলের মঞ্চে ৪ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে গুজরাতের কাছে হেরেছিল। এ বারও মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। এরপর প্রথম কোয়ালিফায়ারে সেই হারের বদলা নিয়েছিল ধোনির চেন্নাই। চার বারের সাক্ষাতে ৩-১ এগিয়ে গুজরাট। এ বার ফাইনালে কোন দল করবে বাজিমাত? অপেক্ষা আর কয়েক ঘণ্টার!

সাম্প্রতিকতম

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

আইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

খবর অনলাইন ডেস্ক: শনিবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নিয়ম অনুযায়ী আগের বারের...

রামনবমীর নিরাপত্তা ইস্যুতে কলকাতায় হচ্ছে না কেকেআরের ম্যাচ, বদলাচ্ছে ভেন্যু

কলকাতার পরিবর্তে গुवাহাটিতে স্থানান্তরিত হচ্ছে কেকেআর বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আইপিএল ম্যাচ। রামনবমী উদযাপনের জন্য নিরাপত্তা দিতে অপারগ কলকাতা পুলিশ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে