Homeখেলাধুলোআইপিএলবিরাটদের বেঙ্গালুরুকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল সৌরভের দিল্লি

বিরাটদের বেঙ্গালুরুকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল সৌরভের দিল্লি

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৮১/৪ (বিরাট ৫৫, মহীপাল ৫৪*, ডুপ্লেসিস ৪৫, মার্শ ২/২২)

দিল্লি ক্যাপিটালস: ১৮৭/৩ (সল্ট ৮৭, রিলি ৩৫*, মার্শ ২৬, হ্য়াজেলউড ১/২৯)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। শনিবার নিজের শহর থেকে হেরে ফিরতে হল বিরাট কোহলিকে। ব্যাঙ্গালোরের ৪ উইকেটে ১৮১ রানের জবাবে দিল্লি ক্যাপিটালস ১৬.৪ ওভারে তুলল ৩ উইকেটে ১৮৭ রান। এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের মতোই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিও ১০টি ম্যাচ খেলে তুলে নিল ১০ পয়েন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটিতে ওঠে ৮২। ৩২ বলে ৫২ রান করে আউট হন ডুপ্লেসি। পরের বলে ম্যাক্সওয়েলকেও (‌০)‌ তুলে নেন। ৪৬ বলে ৫৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২৬ বলে জীবনের প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেন মহীপাল লোমরোর। তিনি করলেন ২৯ বলে অপরাজিত ৫৪ রান। দীনেশ কার্তিক করলেন ২৯ বলে ৫৪ রান এবং অনুজ রাওয়াত ৩ বলে ৮ রান করে শেষ পর্যন্ত ২২ গজে রইলেন।

দিল্লির কোনও বোলারই তেমন সুবিধা করতে পারলেন না। ওয়ার্নারের দলের সফলতম বোলার মার্শ ২১ রানে ২ উইকেট নিলেন। ৩০ রানে ১ উইকেট বাংলার মুকেশ কুমারের। ৪৫ রান দিয়ে ১ উইকেট পেলেন খলিল আহমেদ।

দিল্লির হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৪ বলে ২২ রান করে ফিরে গেলেও উইকেটের অন্য প্রান্তে রোখা গেল না সল্টকে। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৮৭ রান। তিন নম্বরে নেমে মিচেল মার্শও বড় রান পেলেন না ১৭ বলে ২৬ রান করলেন। রুসো অপরাজিত থাকলেন ২২ বলে ৩৫ রান করে। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকলেন অক্ষর পটেল।

বেঙ্গালুরুর কোনো বোলারই দিল্লির ২২ গজে নজর কাড়তে পারলে না। জস হ্যাজলউড ১ উইকেট পেলেন ২৯ রান খরচ করে। ৩২ রানে ১ উইকেট হর্ষল পটেলের। ৩৩ রানে ১ উইকেট কর্ণ শর্মার।

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।