Homeখেলাধুলোআইপিএলবিরাটদের বেঙ্গালুরুকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল সৌরভের দিল্লি

বিরাটদের বেঙ্গালুরুকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল সৌরভের দিল্লি

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৮১/৪ (বিরাট ৫৫, মহীপাল ৫৪*, ডুপ্লেসিস ৪৫, মার্শ ২/২২)

দিল্লি ক্যাপিটালস: ১৮৭/৩ (সল্ট ৮৭, রিলি ৩৫*, মার্শ ২৬, হ্য়াজেলউড ১/২৯)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। শনিবার নিজের শহর থেকে হেরে ফিরতে হল বিরাট কোহলিকে। ব্যাঙ্গালোরের ৪ উইকেটে ১৮১ রানের জবাবে দিল্লি ক্যাপিটালস ১৬.৪ ওভারে তুলল ৩ উইকেটে ১৮৭ রান। এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের মতোই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিও ১০টি ম্যাচ খেলে তুলে নিল ১০ পয়েন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটিতে ওঠে ৮২। ৩২ বলে ৫২ রান করে আউট হন ডুপ্লেসি। পরের বলে ম্যাক্সওয়েলকেও (‌০)‌ তুলে নেন। ৪৬ বলে ৫৫ রান করে মুকেশ কুমারের বলে আউট হন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২৬ বলে জীবনের প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেন মহীপাল লোমরোর। তিনি করলেন ২৯ বলে অপরাজিত ৫৪ রান। দীনেশ কার্তিক করলেন ২৯ বলে ৫৪ রান এবং অনুজ রাওয়াত ৩ বলে ৮ রান করে শেষ পর্যন্ত ২২ গজে রইলেন।

দিল্লির কোনও বোলারই তেমন সুবিধা করতে পারলেন না। ওয়ার্নারের দলের সফলতম বোলার মার্শ ২১ রানে ২ উইকেট নিলেন। ৩০ রানে ১ উইকেট বাংলার মুকেশ কুমারের। ৪৫ রান দিয়ে ১ উইকেট পেলেন খলিল আহমেদ।

দিল্লির হয়ে ওপেন করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১৪ বলে ২২ রান করে ফিরে গেলেও উইকেটের অন্য প্রান্তে রোখা গেল না সল্টকে। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৮৭ রান। তিন নম্বরে নেমে মিচেল মার্শও বড় রান পেলেন না ১৭ বলে ২৬ রান করলেন। রুসো অপরাজিত থাকলেন ২২ বলে ৩৫ রান করে। ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকলেন অক্ষর পটেল।

বেঙ্গালুরুর কোনো বোলারই দিল্লির ২২ গজে নজর কাড়তে পারলে না। জস হ্যাজলউড ১ উইকেট পেলেন ২৯ রান খরচ করে। ৩২ রানে ১ উইকেট হর্ষল পটেলের। ৩৩ রানে ১ উইকেট কর্ণ শর্মার।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত