বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটা সময় পিচের মাঝখানে দৌড়াতে সমস্যায় পড়েছিলেন তিনি। সামর্থ্য অনুযায়ী দৌড়াতে পারছিলেন না। রোমাঞ্চকর ম্যাচের পরই প্রকাশ্যে এল ধোনির ফিটনেস সম্পর্কিত এক তথ্য।
চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অধিনায়ক এমএস ধোনি সম্পর্কে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ফ্লেমিং বলেছেন, অধিনায়ক ধোনি হাঁটুর চোটে ভুগছেন এবং তা সত্ত্বেও তিনি আইপিএলে চমৎকার পারফরমেন্স করছেন। ফ্লেমিং আরও বলেন, পিচে দৌড়াতে সমস্যা হচ্ছে ধোনির।
বলে রাখা ভালো, এ বারের আইপিএল সিজন শুরুর আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন এমএস ধোনি। ‘নি (হাঁটু) ক্যাপ’ পরে সিএসকে-র প্রাক-মরশুম ক্যাম্পেও অনুশীলন করছিলেন তিনি। এই চোটের কারণে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ধোনি খেলা নিয়ে সাসপেন্স তৈরি হয়েছিল। তবে মাহি খেলার প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে ম্যাচে অংশ নিয়ে ভক্তদের মন রেখেছেন।
ম্যাচের পর কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছেন এমএস ধোনি। দৌড়ানোর সময় সেটা চোখে পড়তে পারে, এতে তাঁর সমস্যা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন তিনি। তাঁর ফিটনেসও সবসময় পেশাদার’।
ধোনির ফিটনেসের প্রশংসা করে ফ্লেমিং আরও বলেন, ‘টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ধোনি এসেছিলেন, যে কারণে বেশি কিছু করার দরকার ছিল না। তিনি ফিট ছিলেন। রাঁচিতে কিছুটা সময় নেট প্র্যাকটিসও করেছেন। চেন্নাই আসার মাসখানেক আগে ফিটনেস নিয়ে অনেক কিছুই করেছেন। সবসময়ই নিজের সেরা ফর্মে ফিরতে মরিয়া ধোনি’।
প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে চেন্নাই তোলে ১৭২/৬। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। লড়াইয়ে জয়ের আশা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি।
আরও পড়ুন: শেষ বল পর্যন্ত গড়াল ম্যাচ, ৩ রানে চেন্নাইকে হারাল রাজস্থান