Homeখেলাধুলোআইপিএলরাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার, ধোনির ফিটনেস নিয়ে চমকপ্রদ তথ্য কোচ ফ্লেমিংয়ের

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার, ধোনির ফিটনেস নিয়ে চমকপ্রদ তথ্য কোচ ফ্লেমিংয়ের

প্রকাশিত

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটা সময় পিচের মাঝখানে দৌড়াতে সমস্যায় পড়েছিলেন তিনি। সামর্থ্য অনুযায়ী দৌড়াতে পারছিলেন না। রোমাঞ্চকর ম্যাচের পরই প্রকাশ্যে এল ধোনির ফিটনেস সম্পর্কিত এক তথ্য।

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অধিনায়ক এমএস ধোনি সম্পর্কে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ফ্লেমিং বলেছেন, অধিনায়ক ধোনি হাঁটুর চোটে ভুগছেন এবং তা সত্ত্বেও তিনি আইপিএলে চমৎকার পারফরমেন্স করছেন। ফ্লেমিং আরও বলেন, পিচে দৌড়াতে সমস্যা হচ্ছে ধোনির।

বলে রাখা ভালো, এ বারের আইপিএল সিজন শুরুর আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন এমএস ধোনি। ‘নি (হাঁটু) ক্যাপ’ পরে সিএসকে-র প্রাক-মরশুম ক্যাম্পেও অনুশীলন করছিলেন তিনি। এই চোটের কারণে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ধোনি খেলা নিয়ে সাসপেন্স তৈরি হয়েছিল। তবে মাহি খেলার প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে ম্যাচে অংশ নিয়ে ভক্তদের মন রেখেছেন।

ম্যাচের পর কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছেন এমএস ধোনি। দৌড়ানোর সময় সেটা চোখে পড়তে পারে, এতে তাঁর সমস্যা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন তিনি। তাঁর ফিটনেসও সবসময় পেশাদার’।

ধোনির ফিটনেসের প্রশংসা করে ফ্লেমিং আরও বলেন, ‘টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ধোনি এসেছিলেন, যে কারণে বেশি কিছু করার দরকার ছিল না। তিনি ফিট ছিলেন। রাঁচিতে কিছুটা সময় নেট প্র্যাকটিসও করেছেন। চেন্নাই আসার মাসখানেক আগে ফিটনেস নিয়ে অনেক কিছুই করেছেন। সবসময়ই নিজের সেরা ফর্মে ফিরতে মরিয়া ধোনি’।

প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে চেন্নাই তোলে ১৭২/‌৬। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। লড়াইয়ে জয়ের আশা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি।

আরও পড়ুন: শেষ বল পর্যন্ত গড়াল ম্যাচ, ৩ রানে চেন্নাইকে হারাল রাজস্থান

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?