Homeখেলাধুলোআইপিএলশুভমনের সেঞ্চুরি, আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাত

শুভমনের সেঞ্চুরি, আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাত

প্রকাশিত

আইপিএলের ফাইনালে পর পর দু’বার। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে ৬২ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত।

ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করে ঋদ্ধিমান আউট হন। পীযূষ চাওলা গুজরাতের ওপেনিং জুটি ভাঙেন। দু’বার ক্যাচ আউট হওয়ার মুখ থেকে ফিরে এসে ঝড় তুললেন শুভমন গিল। ৬০ বলে করলেন ১২৯ রান। ১০টি চার এবং সাতটি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজালেন শুভমন। অন্য দিকে, ৩১ বলে ৪৩ রান করেন সাই সুদর্শন। ১৩৮ রানের জুটি গড়েন শুভমন এবং সুদর্শন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য করেন ১৩ বলে ২৮ রান। ফাইনালে ওঠার লড়াইয়ে ৩ উইকেটে ২৩৩ রান তোলে গুজরাত।

গুজরাতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিনরা রান করলেও কেউ বড়ো রান করতে পারেননি। তার জন্যই শেষ পর্যন্ত রান তাড়া করতে পারেনি মুম্বই। খেই হারিয়ে ফেলেছে। প্রথম ওভরেই নেহালকে (‌৪)‌ তুলে নেন মহম্মদ সামি। এক ওভার পরে রোহিতকেও (‌৮)‌ ফেরান তিনি। ২১ রানে ২ উইকেট হারায় মুম্বই। তবুও রানের গতি কমেনি। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ১৪ বলে ৪৩ রান করে ফেরেন তিলক ভার্মা। এরপর আবার ব্যাট করতে নামেন গ্রিন। তবে তিনিও ২০ বলে ৩০ রান করেই আউট হন। সূর্যকুমার যাদব ৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে তিনি বোল্ড হন। বিষ্ণু বিনোদ (‌২)‌, টিম ডেভিড (‌২)‌, ক্রিস জর্ডানরা (‌২)‌ রান পাননি। ১৮.‌২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরই এই নিয়ে টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনালে উঠল হার্দিক পাণ্ড্যর দল। গুজরাতের সামনে এ বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। রবিবার সেই লড়াই দেখার জন্য ভিড় হবে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?