Homeখেলাধুলোআইপিএলশেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত...

শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত টাইটান্সের

প্রকাশিত

দিল্লি ক্যাপিটালস: ১৩০/৮ (আমন ৫১, অক্ষর ২৭, রিপল ২৩, শামি ১১/৪, মোহিত ৩৩/২)

গুজরাত টাইটান্স: ১২৫/৬ (হার্দিক ৫৯*, অভিনব ২৬, রাহুল ২০, ইশান্ত ২৩/২, খলিল ২৪/২)

আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচে ১৩০ রান তাড়া করতে নেমে ব্যর্থ গুজরাত টাইটান্স। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। হার্দিক পাণ্ড্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে ছুঁয়ে ফেলল দিল্লি। দু’দলেরই পয়েন্ট ৬।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই একের পর এক উইকেট পতন। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট। এরপরের ওভারেই ২ রান করে ফেরেন ওয়ার্নার। এরপর ২.৫ ওভারে সামির বলে ফেরেন রাইলি রুশো (৮)। ৪.১ ওভারে একইভাবে মণীশ পান্ডেকে ফেরান শামি (১)। একই ওভারে ফেরেন প্রিয় গর্গ। পাওয়ার প্লের মধ্যেই পাঁচটা উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দিল্লি।

এর পর অক্ষর প্যাটেল ও আমন হাকিম খান জুটি ২৩ রান থেকে ৭৩ রানে নিয়ে যায়। ১৩.৬ ওভারে ফেরেন অক্ষর পটেল (২৭)। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন আমন খান। রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রানে আউট হন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

শামি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। শামির চারটে উইকেটের মধ্যে তিনটে ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। গুজরাতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন মোহিত শর্মা।

এই কম রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি গুজরাতও। ঠিক যেন দিল্লির ইনিংসের রিপ্লে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে শূন্য রানে আউট হন ঋদ্ধি। ব্যর্থ শুভমন গিলও (৬)। বিজয় শঙ্করকেও ফেরান ইশান্ত শর্মা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারায় গুজরাত। পাওয়ার প্লে-র পরে বল করতে এসে প্রথম ওভারে ডেভিড মিলারকে বোল্ড করেন কুলদীপ যাদব।

তিনে নেমে হার্দিক ৫৩ বলে ৫৯ রান করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এ ছাড়া অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ঝোড়ো ২০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে গুজরাত।

দিল্লির হয়ে ইশান্ত এবং খালিল আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নেন।

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?