Homeখেলাধুলোআইপিএলশেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত...

শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত টাইটান্সের

প্রকাশিত

দিল্লি ক্যাপিটালস: ১৩০/৮ (আমন ৫১, অক্ষর ২৭, রিপল ২৩, শামি ১১/৪, মোহিত ৩৩/২)

গুজরাত টাইটান্স: ১২৫/৬ (হার্দিক ৫৯*, অভিনব ২৬, রাহুল ২০, ইশান্ত ২৩/২, খলিল ২৪/২)

আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচে ১৩০ রান তাড়া করতে নেমে ব্যর্থ গুজরাত টাইটান্স। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। হার্দিক পাণ্ড্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে ছুঁয়ে ফেলল দিল্লি। দু’দলেরই পয়েন্ট ৬।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই একের পর এক উইকেট পতন। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট। এরপরের ওভারেই ২ রান করে ফেরেন ওয়ার্নার। এরপর ২.৫ ওভারে সামির বলে ফেরেন রাইলি রুশো (৮)। ৪.১ ওভারে একইভাবে মণীশ পান্ডেকে ফেরান শামি (১)। একই ওভারে ফেরেন প্রিয় গর্গ। পাওয়ার প্লের মধ্যেই পাঁচটা উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দিল্লি।

এর পর অক্ষর প্যাটেল ও আমন হাকিম খান জুটি ২৩ রান থেকে ৭৩ রানে নিয়ে যায়। ১৩.৬ ওভারে ফেরেন অক্ষর পটেল (২৭)। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন আমন খান। রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রানে আউট হন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

শামি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। শামির চারটে উইকেটের মধ্যে তিনটে ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। গুজরাতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন মোহিত শর্মা।

এই কম রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি গুজরাতও। ঠিক যেন দিল্লির ইনিংসের রিপ্লে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে শূন্য রানে আউট হন ঋদ্ধি। ব্যর্থ শুভমন গিলও (৬)। বিজয় শঙ্করকেও ফেরান ইশান্ত শর্মা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারায় গুজরাত। পাওয়ার প্লে-র পরে বল করতে এসে প্রথম ওভারে ডেভিড মিলারকে বোল্ড করেন কুলদীপ যাদব।

তিনে নেমে হার্দিক ৫৩ বলে ৫৯ রান করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এ ছাড়া অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ঝোড়ো ২০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে গুজরাত।

দিল্লির হয়ে ইশান্ত এবং খালিল আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নেন।

সাম্প্রতিকতম

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।