দিল্লি ক্যাপিটালস: ১৩০/৮ (আমন ৫১, অক্ষর ২৭, রিপল ২৩, শামি ১১/৪, মোহিত ৩৩/২)
গুজরাত টাইটান্স: ১২৫/৬ (হার্দিক ৫৯*, অভিনব ২৬, রাহুল ২০, ইশান্ত ২৩/২, খলিল ২৪/২)
আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচে ১৩০ রান তাড়া করতে নেমে ব্যর্থ গুজরাত টাইটান্স। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। হার্দিক পাণ্ড্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে ছুঁয়ে ফেলল দিল্লি। দু’দলেরই পয়েন্ট ৬।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই একের পর এক উইকেট পতন। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট। এরপরের ওভারেই ২ রান করে ফেরেন ওয়ার্নার। এরপর ২.৫ ওভারে সামির বলে ফেরেন রাইলি রুশো (৮)। ৪.১ ওভারে একইভাবে মণীশ পান্ডেকে ফেরান শামি (১)। একই ওভারে ফেরেন প্রিয় গর্গ। পাওয়ার প্লের মধ্যেই পাঁচটা উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দিল্লি।
এর পর অক্ষর প্যাটেল ও আমন হাকিম খান জুটি ২৩ রান থেকে ৭৩ রানে নিয়ে যায়। ১৩.৬ ওভারে ফেরেন অক্ষর পটেল (২৭)। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন আমন খান। রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রানে আউট হন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি ক্যাপিটালস।
শামি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। শামির চারটে উইকেটের মধ্যে তিনটে ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। গুজরাতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন মোহিত শর্মা।
এই কম রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি গুজরাতও। ঠিক যেন দিল্লির ইনিংসের রিপ্লে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে শূন্য রানে আউট হন ঋদ্ধি। ব্যর্থ শুভমন গিলও (৬)। বিজয় শঙ্করকেও ফেরান ইশান্ত শর্মা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারায় গুজরাত। পাওয়ার প্লে-র পরে বল করতে এসে প্রথম ওভারে ডেভিড মিলারকে বোল্ড করেন কুলদীপ যাদব।
তিনে নেমে হার্দিক ৫৩ বলে ৫৯ রান করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এ ছাড়া অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ঝোড়ো ২০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে গুজরাত।
দিল্লির হয়ে ইশান্ত এবং খালিল আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নেন।