Homeখেলাধুলোআইপিএলমুম্বইকে ঘরের মাঠে ৭ উইকেটে হারাল চেন্নাই

মুম্বইকে ঘরের মাঠে ৭ উইকেটে হারাল চেন্নাই

প্রকাশিত

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৭/৮ (ঈশান-৩২, ডেভিড-৩১, জাডেজা-২০/৩)

চেন্নাই সুপার কিংস: ১৫৯/৩ (রাহানে-৬১)

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারের মুখ দেখতে হল। অন্য দিকে, চলতি আইপিএলে টানা ২টি ম্যাচে জয় তুলে নিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে রোহিতদের ৭ উইকেটে হারিয়ে আইপিএলে পর পর দু’ম্যাচ জিতলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। অজিঙ্কে রাহানের ঝড়ো ইনিংস এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারাল চেন্নাই সুপার কিংস।

২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয় মুম্বই। চেন্নাই ৩ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে জয় এনে দেন অজিঙ্কা রাহানে। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের সঙ্গে ধোনির প্রাপ্তি রাহানের দুরন্ত ফর্ম, তুষার দেশপাণ্ডের আত্মবিশ্বাস এবং দলের অনবদ্য ফিল্ডিং। উলটোদিকে একের পর এক তারকা প্লেয়ার হারিয়ে ক্রমেই সমস্যা বাড়ছে মুম্বইয়ের।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি।ওপেনিং জুটিতে ৩৮ রান করে রোহিত শর্মা ও ঈশান কিশান। চতুর্থ ওভারের শেষ বলে অধিনায়ক রোহিত শর্মার স্টাম্প ছিটকে দেন তুষার দেশপান্ডে। ১৩ বলে ২১ রান করে আউট হন রোহিত। রোহিত আউট হওয়ার পর মুম্বইকে স্বপ্ন দেখাচ্ছিলেন ঈশান কিশান। সপ্তম ওভারে আবার ধাক্কা। রবীন্দ্র জাদেজার বলে আউট হন ঈশান কিশান (‌২১ বলে ৩২)‌। সূর্যকুমার যাদব (১)‌‌ আবার ব্যর্থ। ক্যামেরন গ্রিন (‌১১ বলে ১২)‌, তিলক ভার্মা (‌১৮ বলে ২২)‌, আরশাদ খানও (‌২)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি। এর পর কিছুটা লড়াই করেন টিম ডেভিড (‌২২ বলে ৩১)‌।

মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনার। মুম্বইকে দেড়শ রানের গন্ডি পার করে দেন হৃত্বিক সোখেন (‌১২ বলে অপরাজিত ১৮)‌। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজা। ২৮ রানে ২ উইকেট নেন স্যান্টনার।

১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই। জেসন বেহেরনডর্ফের চতুর্থ বলে বোল্ড হন ডেভন কনওয়ে (‌০)‌। শুরুর ধাক্কা সামলে দলকে দারুণভাবে টেনে নিয়ে যান অজিঙ্কে রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় উইকেটের জুটিতে দু’‌জনে তোলেন ৮২। অষ্টম ওভারের শেষ বলে রাহানেকে তুলে নিয়ে জুটি ভাঙেন পীযূশ চাওলা। ২৭ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেন রাহানে। ২৬ বলে ২৮ রান করে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হন শিবম দুবে। ধারাবাহিকতা ধরে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড় ও অম্বাতি রায়ুডু। ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। অন্যদিকে, রায়ুডু ১৬ বলে করেন অপরাজিত ২০ রান।

মুম্বইয়ের হয়ে ১টি উইকেট নিয়েই থামতে হয়ে জেসন বেহেরনডর্ফকে। কুমার কার্তিকেয় এবং পীযূষ চাওলার ঝুলিতে যায় বাকি দু’টি উইকেট। বোলিংয়ে তেমন কোনো ধার না থাকায় চেন্নাই ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।