Homeখেলাধুলোআইপিএলটানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

টানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ২২৬/৬ (কনওয়ে-৮৩, দুবে-৫২)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২১৮/৮ (ডু প্লেসি-৬২, ম্যাক্সওয়েল-৭৬, দেশপাণ্ডে- ৪৫/৩)

একটা ম্যাচে প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়! সোমবার রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে ২২৬/‌৬ রানে পৌঁছে দিয়েছিলেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। জবাবে ২১৮/‌৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাজে এল না ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড় তিন রানেই আউট হয়ে যান। কিন্তু আরসিবি বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিউয়ি ব্যাটার ফিরলে চেন্নাইকে বিরাট রানে পৌঁছে দেন অজিঙ্ক রাহানে (৩৭) ও শিবম দুবে (৫২)। ২২৭ রানের বোঝা মাথায় নিয়ে নামলে এমনিতেই মনোবল ধরে রাখা যে কোনও দলের পক্ষে কঠিন। কিন্তু রান রেট ধরে রেখে একটা সময় নিজেদের দিকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার ব্যশক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষাল প্যাটেল ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২২৭ রানে লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এরই মধ্যে প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌৬)‌ হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। পরের ওভারেই মহীপাল লোমরোরকে (‌০)‌ ফেরান তুষার দেশপান্ডে। ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬২ রান করে আউট হন ডুপ্লেসি। দীনেশ কার্তিক (২৮) এরপর খানিকটা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আট রানে ম্যাচ পকেটে পোরে চারবারের চ্যাম্পিয়নরা।

কিংসের হয়ে ৪৫ রানে ৩ উইকেট তুষার দেশপান্ডের। আর ঠান্ডা মাথায় শেষ ওভার বের করা পাতিরানা ৪২ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন ব্যাট হাতে বিশেষ কিছু করার প্রয়োজন হয়নি ধোনির (১*)। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্বের পাশাপাশি দুরন্ত দু’টি ক্যাচ ধরে আরসিবিকে চাপে ফেলে দেওয়ার কাজটি করেন তিনিই। 

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।