Homeখেলাধুলোআইপিএলটানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

টানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ২২৬/৬ (কনওয়ে-৮৩, দুবে-৫২)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২১৮/৮ (ডু প্লেসি-৬২, ম্যাক্সওয়েল-৭৬, দেশপাণ্ডে- ৪৫/৩)

একটা ম্যাচে প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়! সোমবার রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে ২২৬/‌৬ রানে পৌঁছে দিয়েছিলেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। জবাবে ২১৮/‌৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাজে এল না ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড় তিন রানেই আউট হয়ে যান। কিন্তু আরসিবি বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিউয়ি ব্যাটার ফিরলে চেন্নাইকে বিরাট রানে পৌঁছে দেন অজিঙ্ক রাহানে (৩৭) ও শিবম দুবে (৫২)। ২২৭ রানের বোঝা মাথায় নিয়ে নামলে এমনিতেই মনোবল ধরে রাখা যে কোনও দলের পক্ষে কঠিন। কিন্তু রান রেট ধরে রেখে একটা সময় নিজেদের দিকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার ব্যশক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষাল প্যাটেল ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২২৭ রানে লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এরই মধ্যে প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌৬)‌ হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। পরের ওভারেই মহীপাল লোমরোরকে (‌০)‌ ফেরান তুষার দেশপান্ডে। ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬২ রান করে আউট হন ডুপ্লেসি। দীনেশ কার্তিক (২৮) এরপর খানিকটা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আট রানে ম্যাচ পকেটে পোরে চারবারের চ্যাম্পিয়নরা।

কিংসের হয়ে ৪৫ রানে ৩ উইকেট তুষার দেশপান্ডের। আর ঠান্ডা মাথায় শেষ ওভার বের করা পাতিরানা ৪২ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন ব্যাট হাতে বিশেষ কিছু করার প্রয়োজন হয়নি ধোনির (১*)। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্বের পাশাপাশি দুরন্ত দু’টি ক্যাচ ধরে আরসিবিকে চাপে ফেলে দেওয়ার কাজটি করেন তিনিই। 

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

আইপিএল অধিনায়কত্বকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, কাকে বেছে নিল চেন্নাই

চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন...