Homeখেলাধুলোআইপিএলটানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

টানটান উত্তেজনা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ রানে বাজিমাত সিএসকের

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ২২৬/৬ (কনওয়ে-৮৩, দুবে-৫২)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২১৮/৮ (ডু প্লেসি-৬২, ম্যাক্সওয়েল-৭৬, দেশপাণ্ডে- ৪৫/৩)

একটা ম্যাচে প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়! সোমবার রোমাঞ্চকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে ২২৬/‌৬ রানে পৌঁছে দিয়েছিলেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। জবাবে ২১৮/‌৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাজে এল না ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড় তিন রানেই আউট হয়ে যান। কিন্তু আরসিবি বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিউয়ি ব্যাটার ফিরলে চেন্নাইকে বিরাট রানে পৌঁছে দেন অজিঙ্ক রাহানে (৩৭) ও শিবম দুবে (৫২)। ২২৭ রানের বোঝা মাথায় নিয়ে নামলে এমনিতেই মনোবল ধরে রাখা যে কোনও দলের পক্ষে কঠিন। কিন্তু রান রেট ধরে রেখে একটা সময় নিজেদের দিকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার ব্যশক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষাল প্যাটেল ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২২৭ রানে লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এরই মধ্যে প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌৬)‌ হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। পরের ওভারেই মহীপাল লোমরোরকে (‌০)‌ ফেরান তুষার দেশপান্ডে। ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬২ রান করে আউট হন ডুপ্লেসি। দীনেশ কার্তিক (২৮) এরপর খানিকটা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। আট রানে ম্যাচ পকেটে পোরে চারবারের চ্যাম্পিয়নরা।

কিংসের হয়ে ৪৫ রানে ৩ উইকেট তুষার দেশপান্ডের। আর ঠান্ডা মাথায় শেষ ওভার বের করা পাতিরানা ৪২ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

উল্লেখযোগ্য ভাবে, এ দিন ব্যাট হাতে বিশেষ কিছু করার প্রয়োজন হয়নি ধোনির (১*)। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্বের পাশাপাশি দুরন্ত দু’টি ক্যাচ ধরে আরসিবিকে চাপে ফেলে দেওয়ার কাজটি করেন তিনিই। 

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

আইপিএল ২০২৫: শহরে আরসিবি, কেকেআর-এর বিরুদ্ধে শনিবারের ম্যাচের জন্য মাঝরাতে মেট্রো

খবর অনলাইন ডেস্ক: শনিবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নিয়ম অনুযায়ী আগের বারের...

রামনবমীর নিরাপত্তা ইস্যুতে কলকাতায় হচ্ছে না কেকেআরের ম্যাচ, বদলাচ্ছে ভেন্যু

কলকাতার পরিবর্তে গुवাহাটিতে স্থানান্তরিত হচ্ছে কেকেআর বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আইপিএল ম্যাচ। রামনবমী উদযাপনের জন্য নিরাপত্তা দিতে অপারগ কলকাতা পুলিশ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে