Homeখেলাধুলোআইপিএলমধুর প্রতিশোধ! ঘরের মাঠে রাজস্থানকে ৯ উইকেটে হারাল গুজরাত

মধুর প্রতিশোধ! ঘরের মাঠে রাজস্থানকে ৯ উইকেটে হারাল গুজরাত

প্রকাশিত

রাজস্থান রয়্যালস: ১১৮ (সঞ্জু ৩০, ট্রেন্ট ১৫, যশস্বী ১৪, রাশিদ ৩/১৪, নুর ২/২৫)

গুজরাত টাইটান্স: ১১৯/১ (ঋদ্ধিমান ৪১*, হার্দিক ৩৯, শুভমন ৩৬, যুজবেন্দ্র ১/২২)

অমদাবাদে গিয়ে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্সকে হারিয়ে এসেছিল রাজস্থান রয়্যালস। শুক্রবার দ্বিতীয় বার মুখোমুখি হয়ে রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নিল টাইটান্স।

জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকা রাজস্থান ১৭.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সঞ্জু স্যামসন (৩০) সব থেকে বেশি রান করেন। এ ছাড়া জস বাটলার (৮), যশস্বী জয়সওয়াল (১১), দেবদত্ত পাড়িক্কালরা (১২), রবিচন্দ্রন অশ্বিন (২), রিয়ান পরাগ (৪), শিমরন হেটমায়ের (৭), ধ্রুব জুরেল (৯), ট্রেন্ট বোল্ট (১৫), অ্যাডাম জাম্পা (৭) ও সন্দীপ শর্মা (অপরাজিত ২) কেউ-ই দলকে ভরসা জোগাতে পারলেন না।

গুজরাতের হয়ে রশিদ খান ১৪ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন নুর আহমেদের। ১টি করে উইকেট নিলেন হার্দিক, জস লিটল, মহম্মদ শামি।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় তুলে নিল গত বারের চ্যাম্পিয়নরা। ১৩.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৯ রান তুলে নিলেন তাঁরা। ঋদ্ধিমান সাহা (অপরাজিত ৪১) এবং শুভমন গিল (৩৬) এই মরশুমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়লেন। শুভমন আউট হওয়ার পর বাকি কাজটা ঋদ্ধিমানের সঙ্গে জুটি বেঁধে সেরে ফেললেন হার্দিক (অপরাজিত ৩৯)

দলের ব্যাটিং ব্যর্থতার পর রাজস্থানের বোলারদের বিশেষ কিছু করার ছিল না। এক মাত্র উইকেটটি নিলেন যুজবেন্দ্র চাহাল।

বলে রাখা ভালো, রাজস্থানের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে নিল গুজরাত। সেই সঙ্গে তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের আশাকে আরও শক্তিশালী করে তুলল।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: ইচ্ছা ছিল রেখে দেওয়ার, তবু গত বারের জয়ী অধিনায়ককে রাখল না কেকেআর, কেন?

খবর অনলআইন ডেস্ক: গত বারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এ বার আর ধরে...

আইপিএল ২০২৫ রিটেনশন: দশটি ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখল, তাদের মূল্য এবং অবশিষ্ট বাজেট একনজরে

আইপিএল ২০২৫-এ তিন বড়ো অধিনায়ক নিলামের জন্য থাকছেন, যেখানে মুম্বই ইন্ডিয়ান্স তাদের মূল খেলোয়াড়দের ধরে রেখেছে। বিস্তারিত জানুন দশটি দলের রিটেনশন তালিকা, খেলোয়াড়দের মূল্য এবং অবশিষ্ট বাজেট।

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে