গুজরাত টাইটান্স: ২০৪/৪ (সুদর্শন-৫৩, বিজয়-৬৩, নারাইন-৩৩/৩)
কলকাতা নাইট রাইডার্স: ২০৭/৭ (ভেঙ্কটেশ-৮৩, রানা-৪৫, রিঙ্কু-৪৮*, রশিদ ৩৭/৩)
প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু সিংহ। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে অবিশ্বাস্য ভাবে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য নাইট রাইডার্সের দরকার ছিল ২৯ রান। পর পর ৫ বলে ৫টি ছক্কা মেরে দলকে জেতালেন রিঙ্কু।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪/৪ তোলে গুজরাট। শুরুটা ভাল করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। গুজরাতকে প্রথম ধাক্কা দেন সুনীল নারাইন। ১৭ রানের মাথায় ঋদ্ধিকে আউট করেন তিনি। ভালো খেলছিলেন শুভমন। তাঁকেও ফেরান নারাইন। ৩৯ রান করেন শুভমন। এই ম্যাচেও গুজরাতের ইনিংসকে টানলেন সাই সুদর্শন। আগের ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও অর্ধশতরান করলেন তিনি। তাঁকেও আউট করেন নারাইন।
জবাবে শেষ বলে জয় নাইটদের (২০৭/৭)। দলের দুই ওপেনার রান পাননি। রহমানুল্লা গুরবাজ ১৫ ও নারায়ণ জগদীশন ৬ রান করে আউট হয়ে যান। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি বাঁধলেন অধিনায়ক নীতীশ ও বেঙ্কটেশ আয়ার। ২৬ বলে অর্ধশতরান করেন বেঙ্কটেশ। ৪৫ রানের মাথায় নীতীশ আউট হয়ে যান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারলেন রিঙ্কু।
উল্লেখযোগ্য ভাবে, এ দিন হ্যাটট্রিক করেন ক্যাপ্টেন রশিদ খান। ১৭তম ওভারে প্রথম তিন বলে রাসেল (১), নারাইন (০) ও শার্দূলকে (০) তুলে নিয়ে নাইটদের জয়ের আশায় কাঁটা ছড়িয়ে দেন রশিদ খান। বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগের পর এ বার আইপিএলেও হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন আফগান তারকা। যদিও এই দুরন্ত পারফরমেন্স ঢাকা পড়ে গেল রিঙ্কুর অবিশ্বাস্য ইনিংসে! ২১ বলে ৪৮ রান করে দলকে জেতান রিঙ্কু।