Homeখেলাধুলোআইপিএলঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২১৪/৩ (লিয়াম ৬২, জিতেন ৪৯*, শিখর ৩০, চাওলা ২/২৯, আরশাদ ১/৪৮)

মুম্বই ইন্ডিয়ান্স: ২১৬/৪ (ঈশান ৭৫, সূর্যকুমার ৬৬, তিলক ২৬*, নাথান ২/৩৪, ঋষি ১/২০, আর্শদীপ ১/৬৬)

পঞ্জাব কিংসের ২১৪ রান তাড়া করে জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার মোহালির মাঠে সব থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল তারা। উল্লেখযোগ্য ভাবে, অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হলেও দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই। দুর্দান্ত ব্যাটিং করে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।

টস জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। পঞ্জাবের দুই ওপেনার খুব বেশি রান পাননি। প্রভসিমরন সিংহ মাত্র ৯ রান করেন। অধিনায়ক শিখর ধাওয়ান ২০ বলে ৩০ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ম্যাথু শর্ট ২৬ বলে ২৭ রান করেন। লিয়াম লিভিংস্টোন এবং জিতেন শর্মা মুম্বইয়ের বোলারদের মাঠের বাইরে পাঠাতে শুরু করেন। তাঁরা ১১৯ রানের জুটি গড়েন। লিয়াম করেন ৪২ বলে ৮২ রান, জিতেন ২৭ বলে ৪৯।

মুম্বইয়ের হয়ে আরশাদ খান ৪ ওভারে ৪৮ রান দেন। বিনিময়ে নেন ১টি উইকেট। জোফ্রা আর্চার ৪ ওভারে ৫৬ রান দেন। নিজের শেষ ওভারে ২৭ রান দেন তিনি। উইকেট প্রাপ্তি শূন্য। ২ উইকেট নেওয়া পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দেন।

২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (‌০)‌। পাওয়ার প্লে’র শেষ বলে ২৩ রান করে আউট হন ক্যামেরন গ্রিন। ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৫০ করেন ঈশান কিশান। দুজনের জুটিতে ওঠে ১১৬। ৩১ বলে ৬৬ রান করে আউট হন সূর্যকুমার যাদব‌। পরের ওভারে আউট হন ঈশান কিশান (‌৪১ বলে ৭৫)‌। ১০ বলে অপরাজিত ১৯ রান করে শেষ পর্যন্ত মুম্বইকে জয় এনে দেন টিম ডেভিড ও তিলক ভার্মা (‌১০ বলে ২৬*)। ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ২১৬ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। ‌

পঞ্জাবের বোলাররা কার্যত সূর্যকুমার এবং ঈশান কিশানদের আটকানোর কোনো উপায়ই খুঁজে পাননি। আর্শদীপ সিং ৩.৫ ওভার বল করে রান দিলেন ৬৬, উইকেট পেলেন ১টি। নাথান এলিস ২টি উইকেট এবং ঋষি ধাওয়ান পেলেন ১টি উইকেট।

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?