Homeখেলাধুলোআইপিএলঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান-সূর্যর দাপুটে ইনিংস! পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২১৪/৩ (লিয়াম ৬২, জিতেন ৪৯*, শিখর ৩০, চাওলা ২/২৯, আরশাদ ১/৪৮)

মুম্বই ইন্ডিয়ান্স: ২১৬/৪ (ঈশান ৭৫, সূর্যকুমার ৬৬, তিলক ২৬*, নাথান ২/৩৪, ঋষি ১/২০, আর্শদীপ ১/৬৬)

পঞ্জাব কিংসের ২১৪ রান তাড়া করে জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার মোহালির মাঠে সব থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল তারা। উল্লেখযোগ্য ভাবে, অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হলেও দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই। দুর্দান্ত ব্যাটিং করে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।

টস জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। পঞ্জাবের দুই ওপেনার খুব বেশি রান পাননি। প্রভসিমরন সিংহ মাত্র ৯ রান করেন। অধিনায়ক শিখর ধাওয়ান ২০ বলে ৩০ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ম্যাথু শর্ট ২৬ বলে ২৭ রান করেন। লিয়াম লিভিংস্টোন এবং জিতেন শর্মা মুম্বইয়ের বোলারদের মাঠের বাইরে পাঠাতে শুরু করেন। তাঁরা ১১৯ রানের জুটি গড়েন। লিয়াম করেন ৪২ বলে ৮২ রান, জিতেন ২৭ বলে ৪৯।

মুম্বইয়ের হয়ে আরশাদ খান ৪ ওভারে ৪৮ রান দেন। বিনিময়ে নেন ১টি উইকেট। জোফ্রা আর্চার ৪ ওভারে ৫৬ রান দেন। নিজের শেষ ওভারে ২৭ রান দেন তিনি। উইকেট প্রাপ্তি শূন্য। ২ উইকেট নেওয়া পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দেন।

২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (‌০)‌। পাওয়ার প্লে’র শেষ বলে ২৩ রান করে আউট হন ক্যামেরন গ্রিন। ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৫০ করেন ঈশান কিশান। দুজনের জুটিতে ওঠে ১১৬। ৩১ বলে ৬৬ রান করে আউট হন সূর্যকুমার যাদব‌। পরের ওভারে আউট হন ঈশান কিশান (‌৪১ বলে ৭৫)‌। ১০ বলে অপরাজিত ১৯ রান করে শেষ পর্যন্ত মুম্বইকে জয় এনে দেন টিম ডেভিড ও তিলক ভার্মা (‌১০ বলে ২৬*)। ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ২১৬ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। ‌

পঞ্জাবের বোলাররা কার্যত সূর্যকুমার এবং ঈশান কিশানদের আটকানোর কোনো উপায়ই খুঁজে পাননি। আর্শদীপ সিং ৩.৫ ওভার বল করে রান দিলেন ৬৬, উইকেট পেলেন ১টি। নাথান এলিস ২টি উইকেট এবং ঋষি ধাওয়ান পেলেন ১টি উইকেট।

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।