Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৩: প্লে-অফের লড়াই হবে এই চার দলের মধ্যে, জেনে নিন কোন...

আইপিএল ২০২৩: প্লে-অফের লড়াই হবে এই চার দলের মধ্যে, জেনে নিন কোন দল কার মুখোমুখি হবে কবে

প্রকাশিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023)-এর প্লে-অফের জন্য নিশ্চিত হয়েছে চারটি দল। নেট রান রেটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে প্লে-অফ সমীকরণ নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু রবিবার রাতে আরসিবি হেরেছে গুজরাতের বিরুদ্ধে। যে কারণে মুম্বই ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছেছে।

এই মরশুমে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স প্রথম দল হিসেবে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলে। গুজরাত নিজেদের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি জিতেছে এবং ১৮ পয়েন্ট অর্জন করেছে। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে প্রথম স্থানটি দখলে রয়েছে তাদের।

অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় স্থানে। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে। যদিও লখনউ সুপারজায়ান্টরাও ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে প্রবেশ করেছে, কিন্তু তারা রান রেটের দিক থেকে সিএসকে-র থেকে পিছিয়ে রয়েছে। যে কারণে তারা প্লে-অফে তৃতীয় স্থানে রয়েছে। অন্য দিকে, মুম্বই শেষ লিগ ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফে উঠেছে।

প্লে-অফে ২৩ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাত টাইটান্স এবং সিএসকে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারের পরে, ২৪ মে একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচটি হবে লখনউ সুপার জায়ান্টাস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে।

এলিমিনেটরে যে দল হারবে, তার যাত্রা সেখানেই থেমে যাবে। অর্থাৎ লিগে চতুর্থ অবস্থানে থাকবে। অন্য দিকে, এই ম্যাচে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। এর পর ২৬ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী ২৮ মে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে।

আরও পড়ুন: আরসিবির আইপিএল অভিযানে ইতি, কোহলিদের হারিয়ে মুম্বইকে প্লে-অফে তুলে দিল গুজরাত

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?