ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023)-এর প্লে-অফের জন্য নিশ্চিত হয়েছে চারটি দল। নেট রান রেটের কারণে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে প্লে-অফ সমীকরণ নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু রবিবার রাতে আরসিবি হেরেছে গুজরাতের বিরুদ্ধে। যে কারণে মুম্বই ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছেছে।
এই মরশুমে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স প্রথম দল হিসেবে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলে। গুজরাত নিজেদের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি জিতেছে এবং ১৮ পয়েন্ট অর্জন করেছে। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে প্রথম স্থানটি দখলে রয়েছে তাদের।
অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় স্থানে। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে। যদিও লখনউ সুপারজায়ান্টরাও ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে প্রবেশ করেছে, কিন্তু তারা রান রেটের দিক থেকে সিএসকে-র থেকে পিছিয়ে রয়েছে। যে কারণে তারা প্লে-অফে তৃতীয় স্থানে রয়েছে। অন্য দিকে, মুম্বই শেষ লিগ ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফে উঠেছে।
প্লে-অফে ২৩ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাত টাইটান্স এবং সিএসকে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারের পরে, ২৪ মে একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচটি হবে লখনউ সুপার জায়ান্টাস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে।
এলিমিনেটরে যে দল হারবে, তার যাত্রা সেখানেই থেমে যাবে। অর্থাৎ লিগে চতুর্থ অবস্থানে থাকবে। অন্য দিকে, এই ম্যাচে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। এর পর ২৬ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী ২৮ মে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে।
আরও পড়ুন: আরসিবির আইপিএল অভিযানে ইতি, কোহলিদের হারিয়ে মুম্বইকে প্লে-অফে তুলে দিল গুজরাত