Homeখেলাধুলোআইপিএলগুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

গুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

প্রকাশিত

আইপিএল ২০২৩ (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। অমদাবাদের এই ম্যাচে যে দলই জিতবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে দুই দলই নিজের নিজের খেলোয়াড়দের কাছ থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করবে। ম্যাচের ফলাফল নির্ধারণের দিক থেকে নজরে রয়েছেন এই পাঁচ জন।

১. শুভমন গিল

subhman
টানা দুটি সেঞ্চুরিও করেছেন শুভমন গিল।

গুজরাতের ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল একটানা রান করে চলেছেন। আইপিএলের ১৬তম মরশুমের ১৫ ম্যাচে, তাঁর স্ট্রাইক রেট ১৪৯.১৭ এবং গড় ৫৫.৫৪, এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন তিনি। টানা দুটি সেঞ্চুরিও করেছেন গিল। মুম্বইয়ের বিপক্ষে ম্যাচের সময় দর্শকরা আবারও তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে চাইবেন।

২. সূর্যকুমার যাদব

surya
সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে।

টুর্নামেন্টের শুরুতে নিজের ফর্মে ফেরার লড়াই করছিলেন সূর্য। কিন্তু লিগের দ্বিতীয়ার্ধে তাঁর পুরনো ফর্ম খুঁজে পেয়েছেন। ২০২৩ সালের আইপিএলে সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে। তিনি ১৫ ম্যাচে ৪১.৮৫ গড় এবং ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে ৫৪৪ রান করেছেন। দর্শকরা আবারও তাঁর ঝড়ো ইনিংস দেখতে আগ্রহী।

৩. মহম্মদ শামি

shami
মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন।

গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকা, মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন। শামি ১৭.৩৮ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে দুর্দান্ত বোলিং করেছেন। এ বারের আইপিএলে পার্পল ক্যাপ রয়েছে তাঁর দখলে।

৪. রশিদ খান

rashid
খনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন।

আফগানিস্তানের রশিদ খানের বোলিংয়ের জাদু বিপাকে ফেলেছে ব্যাটসম্যানদের। এই মরশুমে এখনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১৬তম আইপিএলে এখনঁ পর্যন্ত হ্যাটট্রিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রশিদ খানের নামে।

৫. আকাশ মাধওয়াল

akash
আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।

এক কথায়, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলার। এলিমিনেটর ম্যাচে লখনউয়ের ইনিংসে ইতি টেনে দেওয়া আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। জোফরা আর্চারের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন আকাশ।

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?