Homeখেলাধুলোআইপিএলগুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

গুজরাত বনাম মুম্বই দ্বিতীয় কোয়ালিফায়ারে নজরে থাকছেন এই ৫ শক্তিশালী ক্রিকেটার

প্রকাশিত

আইপিএল ২০২৩ (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। অমদাবাদের এই ম্যাচে যে দলই জিতবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে দুই দলই নিজের নিজের খেলোয়াড়দের কাছ থেকে শক্তিশালী পারফরম্যান্স আশা করবে। ম্যাচের ফলাফল নির্ধারণের দিক থেকে নজরে রয়েছেন এই পাঁচ জন।

১. শুভমন গিল

subhman
টানা দুটি সেঞ্চুরিও করেছেন শুভমন গিল।

গুজরাতের ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল একটানা রান করে চলেছেন। আইপিএলের ১৬তম মরশুমের ১৫ ম্যাচে, তাঁর স্ট্রাইক রেট ১৪৯.১৭ এবং গড় ৫৫.৫৪, এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন তিনি। টানা দুটি সেঞ্চুরিও করেছেন গিল। মুম্বইয়ের বিপক্ষে ম্যাচের সময় দর্শকরা আবারও তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে চাইবেন।

২. সূর্যকুমার যাদব

surya
সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে।

টুর্নামেন্টের শুরুতে নিজের ফর্মে ফেরার লড়াই করছিলেন সূর্য। কিন্তু লিগের দ্বিতীয়ার্ধে তাঁর পুরনো ফর্ম খুঁজে পেয়েছেন। ২০২৩ সালের আইপিএলে সূর্যের ব্যাট থেকে এখনও পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এসেছে। তিনি ১৫ ম্যাচে ৪১.৮৫ গড় এবং ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে ৫৪৪ রান করেছেন। দর্শকরা আবারও তাঁর ঝড়ো ইনিংস দেখতে আগ্রহী।

৩. মহম্মদ শামি

shami
মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন।

গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকা, মহম্মদ শামি এখনও পর্যন্ত ২৬টি উইকেট নিয়েছেন। শামি ১৭.৩৮ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে দুর্দান্ত বোলিং করেছেন। এ বারের আইপিএলে পার্পল ক্যাপ রয়েছে তাঁর দখলে।

৪. রশিদ খান

rashid
খনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন।

আফগানিস্তানের রশিদ খানের বোলিংয়ের জাদু বিপাকে ফেলেছে ব্যাটসম্যানদের। এই মরশুমে এখনও পর্যন্ত রশিদ খান ৭.৯২ ইকোনমি এবং ১৯.০০ গড়ে ২৫টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১৬তম আইপিএলে এখনঁ পর্যন্ত হ্যাটট্রিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রশিদ খানের নামে।

৫. আকাশ মাধওয়াল

akash
আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।

এক কথায়, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলার। এলিমিনেটর ম্যাচে লখনউয়ের ইনিংসে ইতি টেনে দেওয়া আকাশ মাধওয়াল পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। জোফরা আর্চারের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন আকাশ।

সাম্প্রতিকতম

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

আইপিএল অধিনায়কত্বকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, কাকে বেছে নিল চেন্নাই

চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন...

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ভাবেই আইপিএল...