Homeখেলাধুলোআইপিএলহায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরসিবি, চাপ বাড়ল কলকাতার!

হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরসিবি, চাপ বাড়ল কলকাতার!

প্রকাশিত

বিরাট কোহলির শতরানের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হায়দরাবাদের তোলা ১৮৬-৫ রানের জবাবে আরসিবি জিতল আট উইকেটে।

বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি হায়দরাবাদের। একই ওভারে পর পর দুই ওপেনারকে তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। কভারে অভিষেকের (১১) ক্যাচ নেন মহিপাল লোমরোর। রাহুল ত্রিপাঠী (১৫) সুইপ করতে দিয়ে ক্যাচ দেন হর্ষল পটেলের হাতে। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করলেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ৫১ বলে ১০৪ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের দাপটে আগে ব্যাট করে ১৮৬-৫ তোলে হায়দরাবাদ। ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক।

শতরান করে আরসিবিকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন বিরাট (৬৩ বলে ১০০) এবং দোসর ফাফ ডুপ্লেসি (৪৭ বলে ৭১)। কার্যত দুই ওপেনারে ভরসা করেই হায়দরাবাদ ম্যাচ জিতে নিল আরসিবি। আরসিবির দুই ওপেনার শুরু থেকেই চালিয়ে খেলছিলেন। কোনো বোলারই কোহলি এবং ডুপ্লেসির সামনে দাঁড়াতে পারেননি।

রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ে প্লে-অফের লড়াইয়ে চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে গিয়েছে আরসিবি। আইপিএলের প্লে-অফে উঠতে গেলে আরসিবিকে শেষ দু’টি ম্যাচে দু’টিতেই জিততে হত। এই অবস্থায় প্রথম ধাপটা ভাল ভাবেই পেরিয়ে গেল তারা। তাতে আরও সমস্যায় পড়েছে কেকেআর।

আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে কলকাতা পয়েন্ট টেবিলে সাত নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তাদের নেট রানরেট -০.২৫৬। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটা জিতে চার নম্বরে উঠে এসেছে ১৪ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি তাদের নেট রানরেট আপাতত +০.১৮০। আর পাঁচ নম্বরে ১৪ পয়েন্টেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের রানরেটও -০.১২৮। ফলে মুম্বই হারলেও তারা ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকবে। আর কলকাতা ১৪ পয়েন্ট পেলেও রান রেটের কারণে মুম্বইয়ের নিচেই থাকবে। সুতরাং আর কোনও অঙ্কই কলকাতাকে শেষ চারে নিয়ে যেতে পারবে বলে মনে করছে বিশ্লেষকরা।

সাম্প্রতিকতম

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...

আরও পড়ুন

আইপিএল অধিনায়কত্বকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, কাকে বেছে নিল চেন্নাই

চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন...

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ভাবেই আইপিএল...

মঙ্গলবার আইপিএল নিলাম, কোথায় লাইভ দেখবেন, জানুন খুঁটিনাটি

আইপিএল ২০২৪-এর মিনি নিলামের প্রতীক্ষা একেবারে শেষ পর্যায়ে। মঙ্গলবার দুবাইতে খেলোয়াড়দের নিলাম করা হবে।...