Homeখেলাধুলোআইপিএলপঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় হায়দরাবাদের

পঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় হায়দরাবাদের

প্রকাশিত

পঞ্জাব কিংস: ১৪৩/৯ (ধাওয়ান ৯৯*, সাম ২২, মারকান্ডে ৪/১৫, মার্কো ২/১৬)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৪৫/ ২ রাহুল ৭৪, মার্করাম ৩৭, আর্শদীপ ১/২০

২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করেছিল পঞ্জাব কিংস। ১৭ বল বাকি থাকতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছল হায়দরাবাদ (১৪৫-২)। এ বারের আইপিএল আসরে কমলা জার্সিধারীদের প্রথম জয় এল ৮ উইকেটে।

টস জিতে রবিবার পঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। শুরু থেকে কিন্তু ম্যাচে রাশ ছিল হায়দরাবাদের হাতেই। ৮৮ রানেই ৯ উইকেট পড়ে যায় পঞ্জাবের। একশোর গণ্ডি পার হবে কি না, তা নিয়েই দেখা যায় সংশয়। কিন্তু বাদ সাধলেন শিখর ধাওয়ান। তবে শেষরক্ষা অবশ্য তাতে হল না।

কিন্তু সেখান থেকে শিখর ধাওয়ানের অধিনায়কোচিত ইনিংস স্বস্তি এনেছিল শিবিরে। ‘গব্বর’ নিজে অপরাজিত থাকেন ৯৯ রানে। যদিও তাঁর লড়াকু ইনিংস কাজে এল না। ৬৬ বলের ইনিংসে এক ডজন বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। দলের ৬৯.২ শতাংশ রানই করেন ধাওয়ান। আইপিএলে এর চেয়ে বেশি অবদানের উদাহরণ রয়েছে ২০০৮ সালের উদ্বোধনী ম্যাচে। কেকেআরের ২২২ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাকালাম করেছিলেন ১৫৮, যা দলের মোট রানের ৭১.২ শতাংশ।

দুরন্ত বোলিং করে মহেশ মারকান্ডে ১৫ রানে তুলে নেন ৪ উইকেট। মার্কো জানসেন ও উমরান মালিক নেন ২টি করে উইকেট।

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠীই (৪৮ বলে অপরাজিত ৭৪) তফাত গড়ে দিলেন। সঙ্গতে থাকলেন ক্যাপ্টেন আইডেন মার্করাম (অপরাজিত ৩৭)। দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে তাঁরা দু’জনেই। ২০ বলে ২১ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। পঞ্জাবের হয়ে ২টি উইকেট নেন আর্শদীপ সিং এবং রাহুল চাহার। ১৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

সাম্প্রতিকতম

সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করে মুন্না, ফিরোজরা মনে করিয়ে দিলেন জন হেনরিকে – ‘শ্রমিকের জয়গান কান পেতে শোন ওই…’

পঙ্কজ চট্টোপাধ্যায় ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না,...

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...

কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

দর্শকের আবেগ স্পর্শ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বাস্তবের কাহিনি বা সত্য ঘটনা। কালজয়ী...

চিনে বেড়েছে ‘রহস্যময় নিউমোনিয়া’-র প্রকোপ, কেন্দ্রের নির্দেশের পর সতর্ক একাধিক রাজ্য

কয়েক মাস আগে করোনা মহামারি থেকে স্বস্তি পেয়েছে গোটা বিশ্ব। এখন আবারও নতুন এক...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।