আইপিএল ২০২৪-এর মিনি নিলামের প্রতীক্ষা একেবারে শেষ পর্যায়ে। মঙ্গলবার দুবাইতে খেলোয়াড়দের নিলাম করা হবে। এখনও পর্যন্ত ১০টি দলের মোট ৭৭টি স্লট খালি রয়েছে। মোট ৩৩৩ জন খেলোয়াড়ের নাম নিলামের জন্য বাছাই করা হয়েছে।
আইপিএল নিলাম ২০২৪ কবে?
নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর, ২০২৩)।
আইপিএল নিলাম ২০২৪ কখন?
ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে আইপিএল নিলাম।
আইপিএল নিলাম ২০২৪ কোথায় হবে?
এই প্রথম বিদেশে আয়োজিত হবে আইপিএল নিলাম। দুবাইতে হবে এ বারের নিলাম।
কতজন ক্রিকেটারকে নিলামে তোলা হবে?
নিলামের তালিকায় রয়েছে ৩৩৩ জন ক্রিকেটারের নাম।
নিলামে ভারতীয় ও বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কত?
৩৩৩ জনের তালিকায় রয়েছেন ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। অন্য় দিকে, এ বারের নিলামে জায়গা পেয়েছেন ১১৯ জন বিদেশি ক্রিকেটার।
আইপিএল নিলাম ২০২৪-এর সঞ্চালক কে?
এ বারই প্রথম ক্রিকেটারদের দর হাঁকবেন এক মহিলা সঞ্চালক। গত পাঁচ বারের সঞ্চালক হিউ এডমিডসকে বিদায় জানাতে চলেছে বোর্ড। তাঁর জায়গায় দেখা যাবে মল্লিকা সাগরকে।
আইপিএল নিলাম ২০২৪ কোথায় দেখা যাবে?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে নিলাম দেখা যাবে।
মোবাইলে কী ভাবে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে নিলামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
আরও পড়ুন: বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভূমিকা তুলে ধরে ‘নতুনদের’ জন্য বার্তা কেএল রাহুলের