Homeখেলাধুলোআইপিএলস্পিন ভেলকি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

স্পিন ভেলকি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

প্রকাশিত

কেকেআর: ২০৪-৭ (শার্দূল ৬৮, গুরবাজ ৫৭, উইলি ২-১৬)

আরসিবি: ১২৩-৯ (ফ্যাফ ২৩, বিরাট ২১, বরুণ চক্রবর্তী ৪-১৫, সুযশ শর্মা ৩-৩০)

কলকাতা: ঘরের মাঠ ইডেন গার্ডেনসে জয় কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। বৃহস্পতিবার এ বারের আইপিএল মরশুমে প্রথম জয় হাসিল করল কলকাতা। ভরা ইডেন যেমন নাইটদের জয়ের সাক্ষী থেকেছে, তেমনই টিমের প্রথম হোম ম্যাচ দেখতে ছুটে এসেছিলেন শাহরুখ খানও।

টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। শুরুটা মোটেই ভাল হয়নি নাইটদের। একটা সময় স্রেফ ৪৭ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই। প্রথমে নাইটদের লড়াই শুরু হয় গুরবাজ এবং রিঙ্কুর হাত ধরে। ৪৪ বলে ৫৭ রান করেন আফগান ওপেনার। তারপর আবার ধাক্কা। পরপর দু’বলে আউট গুরবাজ এবং রাসেল। কেকেআর ৮৯ রানে ৫। এর পর শার্দূল ঠাকুর এসে জীবনের সেরা টি-২০ ইনিংসটি খেলে দিলেন। ২৯ বলে ৬৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। রিঙ্কু সিং করলেন ৩৩ বলে ৪৬। কলকাতা পৌঁছে গেল ২০৪ রানে।

রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও কর্ণ শর্মা। জবাবে ১৭.‌৪ ওভারে ১২৩ রানে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে দুরন্ত বোলিং করে নাইটদের জয় এনে দিলেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও সুযশ শর্মা। ম্যাচের রং পুরো পাল্টে দেন কেকেআকের এই তিন স্পিনার।

২০৫ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু‌প্লেসি। ওপেনিং জুটিতে ৪.‌৫ ওভারে ওঠে ৪৪। পঞ্চম ওভারেই নীতীশ রানা আক্রমণে নিয়ে আসেন সুনীল নারাইনকে। ১৮ বলে ২১ রান করে আউট হন কোহলি। পরের ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ডুপ্লেসি (‌১২ বলে ২৩)‌। গ্লেন ম্যাক্সওয়েলকেও (‌৫)‌ তুলে নেন বরুণ। শাহবাজ আমেদকে (‌১)‌ ফেরান নারাইন।

নবম ওভারের মধ্যে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বাদশ ওভারে মাইকেল ব্রেসওয়েলকে (‌১৮ বলে ১৯)‌ তুলে নেন শার্দূল ঠাকুর। পরের ওভারে অনুজ রাওয়াতকে (‌১)‌ ফেরান সুযশ শর্মা। একই ওভারের পঞ্চম বলে তুলে নেন দীনেশ কার্তিককে (‌৯)‌। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৪ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। অভিষেকেই বাজিমাত সুযশ শর্মারও। ১৮ রানে তিনি নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট সুনীল নারাইনের।

প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। জয় নিশ্চিত হতেই বক্সে উচ্ছ্বাসে ফেটে পড়লেন শাহরুখ কন্যা-সুহানা। প্রত্যাশা পূরণ হতেই জুহি, শাহরুখ এবং সুহানা মাঠে নামলেন। শুরুতে নাইটদের সঙ্গে হাত মেলালেন, আলিঙ্গন করলেন শাহরুখ। এর পর কিং খান দেখা করলেন কোহলির সঙ্গেও। ঝুমে জো পাঠান গানে নাচলেনও তাঁরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...