Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৪: এবার ম্যাচ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস্‌ বনাম আরসিবি

আইপিএল ২০২৪: এবার ম্যাচ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস্‌ বনাম আরসিবি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এবারের আইপিএল-এ প্লে-অফে কোন চারটে দল খেলবে তা আগেই ঠিক হয়ে গিয়েছে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে কে গেল তা নিয়েই ছিল  ক্রিকেটপ্রেমীদের আগ্রহ। দ্বিতীয় স্থানে যাওয়ার লড়াইটা ছিল দু’ দলের মধ্যে – সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস্‌। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে গেল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল লিগ পর্যায়ের শেষ দুটি ম্যাচের খেলা ছিল আজ। প্রথম খেলা ছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস (পিবিকেএস)। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে হায়দরাবাদ ৪ উইকেটে হারাল পাঞ্জাবকে। ফলে ১৪ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করল হায়দরাবাদ।

ওদিকে গুয়াহাটিতে বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস্‌-এর ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিল। কেকেআর-এর পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচ থেকে ২০। আর ১৪ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করল রাজস্থান। কিন্তু নেট রানরেটের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদ গেল দ্বিতীয় স্থানে।

‘কোয়ালিফায়ার-১’, ‘এলিমিনেটর’ ম্যাচ ২১, ২২ মে  

শেষ পর্যন্ত লিগ পর্যায়ে প্রথম চারটি দল হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ), রাজস্থান রয়্যালস্‌ (আরআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচে কেকেআর-এর মুখোমুখি হবে এসআরএইচ-এর। খেলা হবে ২১ মে। আর ‘এলিমিনেটর’ ম্যাচ হবে আরআর বনাম আরসিবি-র মধ্যে। খেলা হবে ২২ মে। দুটি খেলাই হবে অমদাবাদে।      

পাঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ

টসে জিতে ব্যাট নেয় পাঞ্জাব কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে করে ৫ উইকেটে ২১৪ রান। অথর্ব তাইদে এবং প্রভসিমরান সিং-এর ওপেনিং জুটি এবং পরে দ্বিতীয় উইকেটে প্রভসিমরান এবং রিলি রোসৌর জুটি দলের রান পৌঁছে দেয় ১৫১ রানে। ১৪.২ ওভারে পাঞ্জাব এই রান তোলে। বাকি ৫.৪ ওভারে ওঠে ৬৩ রান। ফলে তারা পৌঁছে যায় ২১৪-য়। হায়দরাবাদের কেউই বলে খুব একটা দাগ কাটতে পারেননি।

কিন্তু পরে ব্যাট করতে নেমে হায়দরাবাদ প্রমাণ করল পাঞ্জাবের এই রান জয়ের জন্য যথেষ্ট নয়। ২১৫ রান তাড়া করতে গিয়ে হায়দরাবাদ শুরুতে বিপদে পড়লেও অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং রাহুল ত্রিপাঠীর ব্যাটিং-এর দৌলতে তারা ৫ বল বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের লক্ষ্যমাত্রায়। অভিষেক শর্মা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত

এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ খেলা রবিবার রাতে হওয়ার কথা ছিল গুয়াহাটিতে। কিন্তু বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস্‌-এর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। মাঝে বৃষ্টি একটু থামতে ঠিক হয়েছিল খেলা শুরু হবে রাত পৌনে ১১টায়। ৭ ওভারের ম্যাচ হবে। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় আর ম্যাচ হওয়া সম্ভব ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিল কেকেআর ও রাজস্থান রয়্যালস্‌। ফলে নেট রানরেটের হিসাবে রাজস্থান রয়্যালস্‌ লিগ টেবিলে থাকল তৃতীয় স্থানে।         

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে