চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কত্বকে বিদায় জানালেন তিনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়।
নিজে অধিনায়কত্ব ছেড়ে সেই দায়িত্ব ধোনি তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়কে। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দেওয়া হল, রুতুরাজই এখন সিএসকের নতুন ক্যাপ্টেন। বৃহস্পতিবার চেন্নাইয়ে অধিনায়কদের যে ফটোশুট হয়েছে, সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে রুতুরাজকে।
২০০৮ সালে শুরু হওয়া আইপিএল থেকে ধরলে আজও একই রকম প্রাসঙ্গিক ধোনি। ধোনি আইপিএলের সফলতম অধিনায়ক। যুগ্মভাবে সর্বাধিক পাঁচটি খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দখলে। গত মরশুমেই তিনি চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল খেতাব এনে দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই ক্রিকেট অনুরাগীদের মনে পাকাপাকি ভাবে ঠাঁই করে নিয়েছেন হলুদ জার্সি পরা ধোনির ছবি।
এমনিতে ধোনির বয়স বহুদিনই চল্লিশের গণ্ডি পার করেছে। তাঁর আইপিএল ভবিষ্যত নিয়েও চলছে জল্পনা। এ বার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর জল্পনা, এই মরশুমই কি ক্রিকেটার ধোনির শেষ আইপিএল? অবশ্য এই প্রশ্নের উত্তর পেতে আরও মাস দুয়েকের অপেক্ষা!