Homeখেলাধুলোক্রিকেট“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের মধ্যেই কে এল রাহুলকে অপমান করায় যথেষ্ট নিন্দা-কটূক্তির সম্মুখীন হতে হচ্ছে সঞ্জীব গোয়েনকাকে। এলএসজি-র মালিক মাঠেই কে এল রাহুলকে গালিগালাজ করেন। মাঠে এবং টিভিতে সেই দৃশ্য দেখে খুবই ক্রুদ্ধ হয়েছেন ক্রিকেটাররা এবং ক্রিকেটপ্রেমীরা। এর থেকে পিছিয়ে থাকলেন না মহম্মদ শামিও।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে। ডানহাতি ব্যাটার কে এল রাহুল টেস্টের মতো খেলে ৩৩ বলে ২৯ রান করেন। হায়দরাবাদ সহজেই সেই রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে জয় পেয়ে যায়।

প্যাট কামিংস-এর নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি গোটা ম্যাচটায় আগাগোড়া আধিপত্য বিস্তার করে থাকায় লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েনকা সেটা হালকা ভাবে নিতে পারেননি। ক্যামেরা অন করা রয়েছে এবং মাঠে সব খেলোয়াড় উপস্থিত রয়েছেন জেনেও গোয়েনকা দলের অধিনায়ক ও অন্যতম ওপেনার কে এল রাহুলকে গালিগালাজ করতে থাকেন।

ভারতীয় দলের পেসার মহম্মদ শামি আইপিএল-এ খেলছেন গুজরাত টাইটান্‌স-এর হয়ে। তবে আহত থাকার জন্য এখন মাঠে নামছেন না। কিন্তু বুধবারের এই ঘটনায় তিনি চুপ থাকতে পারেননি। তিনি সঞ্জীব গোয়েনকার কাজকে ‘লজ্জাহীন’ বলে অভিহিত করেছেন।

কী বললেন মহম্মদ শামি

সঞ্জীব গোয়েনকাকে উদ্দেশ করে মহম্মদ শামি ‘ক্রিকবাজ’কে বলেন, “আপনি কে এল রাহুলকে অপমান করতে পারেন না। তিনি ভারতের তারকা খেলোয়াড়দের একজন। তিনি সাধারণ ক্রিকেটার নন। অন্য ভাবে তো বলা যেত। আপনি যদি কে এল রাহুলের সঙ্গে কথা বলতে চাইতেন তা হলে ড্রেসিং রুম বা হোটেলে কথা বলতে পারতেন।”

শামি আরও বলেন, “আমি আপনি এই কাজ করে লজ্জাহীনতার পরিচয় দিয়েছেন। ক্রিকেট একটা টিম গেম এবং আপনি একজনকে প্লেয়ারকে দায়ী করতে পারেন না।”

এই বছর আইপিএল-এর সপ্তদশ মরশুম চলছে। খবর পাওয়া যাচ্ছে, কে এল রাহুল নাকি এই মরশুমের পর এই দল ছেড়ে দেবেন। ১২টা ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়ে এলএসজি কিন্তু এখনও প্লে-অফে যাওয়ার জায়গায় রয়েছে। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের বাকি ম্যাচগুলিতে জিততে হবে।

আরও পড়ুন

“যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ…”, আদালতের নির্দেশে কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ বিপাকে  

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?