Homeখেলাধুলোআইপিএলএ বারের আইপিএলে সর্বোচ্চ স্কোর! পঞ্জাব কিংসকে ৫৬ রানে হারাল লখনউ সুপার...

এ বারের আইপিএলে সর্বোচ্চ স্কোর! পঞ্জাব কিংসকে ৫৬ রানে হারাল লখনউ সুপার জায়ান্টস

প্রকাশিত

লখনউ সুপার জায়ান্টস: ২৭৫/৫ (স্টোইনিস ৭২, মেয়ার্স ৫৪, পুরান ৪৫, রাবাডা ৫২/২)

পঞ্জাব কিংস: ২০১ (অথর্ব ৬৬, সিকান্দর ৩৬, জীতেশ ২৪, যশ ৩৭/৪, নবীন ৩০/৩, রবি ৪১/২)

মাত্র ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান। লখনউ সুপার জায়ান্টসের এই রানের পাহাড় টপকানো সম্ভব হল না পঞ্জাব কিংসের। জবাব দিতে নেমে তারা শেষ হয়ে গেল ২০১ রানে।

শুক্রবার ঘরের মাঠে টস জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে লখনউ ৪১ তুললেও আবার বড়ো রান করতে ব্যর্থ অধিনায়ক লোকেশ রাহুল। ৯ বলে ১২ রান করে তিনি আউট হন। রাহুল ব্যর্থ হলেও ঝড় তোলেন কাইল মেয়ার্স। মেয়ার্স ২৪ বলে ৫৪ রান করেন। তিন নম্বরে নেমে আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩ রান করেন। স্টোইনিস করেন ৭২ রান। পুরান অপরাজিত ১৯ বলে ৪৫ রান করেন।

পঞ্জাব ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে। শিখর ধাওয়ান মাত্র এক রান করে আউট হয়ে যান। ৯ রানে আউট হন প্রভসিমরন সিং। অথর্ব তাইবে ৬৬ রান করলেও দলকে জয়ের দিশা দেখাতে পারেননি। ২২ বলে ৩৬ রান করে আউট হন সিকান্দার রাজা। লিয়াম লিভিংস্টোন করেন ২৩ রান। ১০ বলে ২৪ রান করেন জিতেশ শর্মা।

লখনউয়ের হয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন যশ ঠাকুর। ৩০ রানে ৩ উইকেট নবীন-উল-হকের। ২ উইকেট পান রবি বিষ্ণোই। পঞ্জাবের হয়ে আরশদীপ সিংহ ৪ ওভারে ৫৪ রান দিয়ে একটি উইকেট নেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ৫২ রান দিয়ে দু’টি উইকেট নেন। স্যাম কাড়েন তিন ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন। একটি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।

প্রসঙ্গত, আইপিএলে প্রথমে ব্যাট করে আইপিএলে সব থেকে বেশি রানের রেকর্ড থেকে মাত্র ৬ রান দূরে থেমে গেল লখনউ। আইপিএলের ইতিহাসে লখনউ দ্বিতীয় সর্বাধিক রান তুলল। ২০২৩ সালের আইপিএল-এ পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুলেছিল ৫ উইকেটে ২৬৩ রান। সেটাই এখনও পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর।

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?