Homeখেলাধুলোআইপিএলরুদ্ধশ্বাস ম্যাচে লখনউকে হারাল পঞ্জাব, শেষ মুহূর্তে জয় এনে দিলেন শাহরুখ খান

রুদ্ধশ্বাস ম্যাচে লখনউকে হারাল পঞ্জাব, শেষ মুহূর্তে জয় এনে দিলেন শাহরুখ খান

প্রকাশিত

লখনউ সুপার জায়ান্টস: ১৫৯/৮ ( রাহুল ৭৪, মেয়ার্স ২৯, কারেন ৩১/৩, রাবাডা ৩৪/২)

পঞ্জাব সুপার কিংস: ১৬১/ ৮ সিকন্দর ৫৭, শর্ট ৩৪, শাহরুখ খান ২৩* রবি ১৮/২, যুধবীর ১৯/২, মার্ক ৩৫/২)

তিন বল বাকি থাকতে ২ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল পঞ্জাব কিংস। শনিবার আইপিএল ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে লখনউ। জবাবে ৩ বল বাকি থাকতে পঞ্জাব তুলে নেয় ৮ উইকেটে ১৬১। রুদ্ধশ্বাস ম্যাচে শেষমেষ জয় হাসিল করে নিলেন কিংসরা।

চলতি আইপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি পেলেন লোকেশ রাহুল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৬ বলে ৭৪ করলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। যাতে ছিল আটটি বাউন্ডারি ও একটি ছক্কা। যদিও তা দলকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। ২৩ বলে ২৯ রান করলেন মেয়ার্স। ১৭ বলে ১৮ রান করেন ক্রুণাল। তবে ধারাবাহিক ভাবে উইকেট হারানোয় লখনউ রান তোলার গতি কোনও সময়ই তেমন বাড়াতে পারেনি।

উল্লেখযোগ্য ভাবে, লোকেশ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪০০০ রানে পৌঁছন। যা এল তাঁর ১০৫তম ইনিংসে। ক্রিস গেইলকে (১১২ ইনিংস) টপকে যান কেএল। তবে সুপার জায়ান্টসরা হারায় রান পেলেও লোকেশের স্ট্রাইক রেট ম্লান হয়ে রইল। পঞ্জাবের সফলতম বোলার কারেন ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৩৪ রানে ২ উইকেট নেন রাবাডা।

১৬০ রানের লক্ষ্য তাড়া করে শুরুতেই উইকেট হারাতে হয় কিংসদের। ১৭ রানেই ২ উইকেট হারায় তারা। ব্যর্থ দুই ওপেনার অথর্ব তাইডে (শূন্য) এবং প্রভশিমরন সিংহ (৪)। পঞ্জাবের ইনিংসে দাগ কাটল অধিনায়ক শিখর ধাওয়ানের অনুপস্থিতি। কাঁধের সমস্যায় এই ম্যাচ খেলেননি পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর অনুপস্থিতিতে দলকে টানলেন সিকান্দার রাজা (৫৭)। রান পান ম্যাথু শর্টও (৩৪)। শেষ ওভারে পঞ্জাবের দরকার ছিল ৭ রান।

শেষ পর্যন্ত পঞ্জাবকে জয় এনে দিলেন শাহরুখ খান। তিনি আট নম্বরে নেমে করলেন ১০ বলে অপরাজিত ২৩ রান। মারলেন ১টি চার এবং ২টি ছয়। লখনউয়ের হয়ে রবি বিষ্ণোই ১৮ রানে ২ উইকেট নিলেন। ১৯ রানে ২ উইকেট যুধবীরের। মার্ক উড ৩৫ রান খরচ করে নিলেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম এবং ক্রণাল পাণ্ড্য।

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।