Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৪: বাজিমাত বেঙ্গালুরুর, শর্ত পূরণ করে চেন্নাইকে হারিয়ে চলে গেল প্লে-অফে

আইপিএল ২০২৪: বাজিমাত বেঙ্গালুরুর, শর্ত পূরণ করে চেন্নাইকে হারিয়ে চলে গেল প্লে-অফে

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): ২১৮-৫ (ফাফ দু প্লেসি ৫৪, বিরাট কোহলি ৪৭, শার্দুল ঠাকুর ২-৬১, মিশেল সান্তনার)

চেন্নাই সুপার কিংস (সিএসকে): ১৯১-৭ (রাচিন রবীন্দ্র ৬১, রবীন্দ্র জাদেজা ৪২ নট আউট, যশ দয়াল ২-৪২, ক্যামেরন গ্রিন ১-১৮)

বেঙ্গালুরু: আইপিএল প্লে-অফে রয়েছে আর একটাই জায়গা। আর সেই জায়গাটা দখল করার ক্ষেত্রে লড়াই চেন্নাই সুপার কিংস-এর (সিএসকে) সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। লড়াই কিছুটা কঠিন ছিল আরসিবির কাছে। কিন্তু সেই কঠিন লড়াই জিতে তারা পৌঁছে গেল প্লে-অফে। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আরসিবি ২৭ রানে হারাল সিএসকে-কে।       

আইপিএল-এর প্লে-অফে ইতিমধ্যেই চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস্‌ এবং সানরাইজার্স হায়দরাবাদ। এ দিনের খেলার ফলের উপর নির্ভর করছিল চতুর্থ দল হিসাবে কে যাবে প্লে-অফে? চেন্নাই সুপার কিংস (সিএসকে) না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)?

পরিস্থিতিটা কিছুটা অনুকূল ছিল সিএসকে-র পক্ষে। ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহে ছিল তাদের। আর নেট রানরেটেও তারা অনেক এগিয়ে – ০.৫২৮। সুতরাং ১ পয়েন্ট পেয়ে গেলেই প্লে-অফে চলে যাবে তারা। আর ম্যাচে হেরে গেলেও তারা চলে যেতে পারে প্রথম চারে, যদি ম্যাচ জিতেও আরসিবি নেট রানরেট না পেরোয়।

আর আরসিবি-র পক্ষে প্রথম চারে যাওয়ার শর্ত ছিল প্রথমে ব্যাট করলে ২০০ রান করতেই হবে এবং সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর পরে ব্যাট করলে নির্ধারিত ২০ ওভারে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হবে। শেষ পর্যন্ত প্রথমে ব্যাট করে দুটি শর্ত পূরণ করে আইপিএল-এ প্রথম চারটি দলে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রথম শর্ত পূরণ: ২০০ রান পেরোল বেঙ্গালুরু

টসে জিতে আরসিবি-কে ব্যাট করতে পাঠায় সিএসকে এবং ব্যাটিং করতে নেমে আরসিবি তাদের প্রথম শর্তের কিছুটা পূরণ করে। নির্ধারিত ২০ ওভারে তারা ২০০-এর গণ্ডি পেরিয়ে যায়। তারা করে ৫ উইকেটে ২১৮ রান। ভালো রান আসে বিরাট কোহলি, অধিনায়ক ফাফ দু প্লেসি, রজত পতিদার এবং ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে।

বিরাট কোহলি আর ফাফ দু প্লেসির জুটি দলের স্কোর ২০০ পার করার উদ্দেশ্য নিয়ে খেলা শুরু করে। চেন্নাইয়ের বোলারদের রেয়াত না করেননি তাঁরা। এই ওপেনিং জুটি দলের রান পৌঁছে দেন ৭৮-এ, ৯.৪ ওভারে। দুর্ভাগ্য কোহলির। ২৯ বলে ৪৭ রান করে মিশেল সান্তনারের বলে ড্যারিল মিশেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

ফাফ দু প্লেসির সঙ্গী হন রজত পতিদার। দু’ জনেই হাত খুলে খেলতে থাকেন। ত্রয়োদশ ওভারের শেষ বলে দলের রান যখন ১১৩-য় তখন দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যান দু প্লেসি। এবার রজতের সঙ্গী হন ক্যামেরন গ্রিন। রজত আর গ্রিন তৃতীয় উইকেটের জুটিতে ২৮ বলে যোগ করেন ৭১ রান। ২৩ বলে ৪১ করে শার্দুল ঠাকুরের বলে ড্যারিল মিশেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রজত।

বেঙ্গালুরু বাকি ১৪ বলে যোগ করে ৩৪ রান। এর জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য দীনেশ কার্তিক (৬ বলে ১৪ রান) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (৫ বলে ১৬ রান)। শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন নট আউট থাকেন ১৭ বলে ৩৮ রান করে।

csk loses to rcb 19.05

শলা-পরামর্শ ধোনি আর জাদেজার। যদি একটা শেষ চেষ্টা করা যায়! ছবি সিএসকে-র ‘এক্স’ হ্যান্ডেল থেকে নেওয়া।

দ্বিতীয় শর্ত পূরণ: ২৭ রানে হারাল চেন্নাইকে

চেন্নাইয়ের সামনে লক্ষ্যমাত্রা ছিল দুটো – জয়ের জন্য ২১৯ রান করা এবং না পারলে প্লে-অফে যাওয়ার জন্য অন্তত ২০১ রান করা। শুরুটা খুব একটা ভালো হয়নি চেন্নাইয়ের। স্কোরবোর্ডে কিছু রান ওঠার আগেই আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে তুলে নেন ম্যাক্সওয়েল। যশ দয়াল ক্যাচ ধরেন। দ্বিতীয় উইকেট পড়ে যায় ১৯ রানে। এবার আউট হন ড্যারিল মিশেল, ৬ বলে ৪ রান করে। কিন্তু অন্য প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার রাচিন রবীন্দ্র।

রাচিন রবীন্দ্র আর অজিঙ্ক রাহানে দলের স্কোর টেনে নিয়ে যান ৮৫-তে। ৯.১ ওভারে ৮৫ রান ওঠার পর রাহানে ফিরে যান প্যাভিলিয়নে। ২২ বলে ৩৩ রান করে লকি ফার্গুসনের বলে দু প্লেসিকে ক্যাচ দিয়ে আউট হন রাহানে। এর পর কিছুটা বিপাকে পড়ে চেন্নাই। ৪৪ রানের মধ্যে আরও ৩টি উইকেট পড়ে যায়। দলের রান যখন ১৫ ওভারে ৬ উইকেটে ১২৯, তখন রবীন্দ্র জাদেজার সঙ্গী হন মহেন্দ্র সিংহ ধোনি। বেঙ্গালুরুর শিবিরে তখন আশার আলো। হাতে রয়েছে ৫ ওভার মানে মাত্র ৩০ বল। প্লে-অফে যেতে হলে চেন্নাইকে অন্তত ৭২ রান করতেই হবে, যেটা প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া হচ্ছিল।

কিন্তু বুড়ো হাড়ে ভেলকি দেখাতে লাগলেন ধোনি। সঙ্গে সঙ্গী জাদেজা। মাত্র ৪ ওভারে তাঁরা যোগ করলেন ৫৫ রান। অর্থাৎ ওভারপিছু প্রায় ১৪ রান। ধোনি ব্যাট করছেন ১১ বলে ১৯ রান করে আর জাদেজা ২০ বলে ৪২ রান করে। শেষ ওভারে করতে হবে ১৭ রান। খুব কঠিন নয়, ক্রিজে যখন ধোনি আর জাদেজা। চেন্নাইয়ের শিবিরে আশার আলো।

শেষ ওভারে প্রথম বল, বল করছেন যশ দয়াল। ধোনি তুলে মারলেন, বল সীমানার বাইরে। ৬ রান। বাকি ৫ বলে করতে হবে ১১। কিছুটা হতাশা বেঙ্গালুরুর শিবিরে। আর বাকি ১১ রান, করতে হবে ৫ বলে। অসম্ভব নয়, যেখানে ধোনি আছেন। কিন্তু ধোনি আউট। নামলেন শার্দুল ঠাকুর। কিন্তু তুখোড় বল করে বাকি কাজটা সেরে ফেললেন যশ দয়াল। বাকি চার বলে দিলেন মাত্র ১ রান। যশের দৌলতে বেঙ্গালুরু পৌঁছে গেল প্লে-অফে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন ফাফ দু প্লেসি।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?