Homeখেলাধুলোআইপিএলরাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় সানরাইজার্স হায়দরাবাদের

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় সানরাইজার্স হায়দরাবাদের

প্রকাশিত

রাজস্থান রয়্যালস: ২১৪/২ (বাটলার ৯৫, সঞ্জু ৬৬*, যশস্বী ৩৫)

সানরাইজার্স হায়দরাবাদ: ২১৭/৬ (অভিষেক ৫৫, রাহুল ৪৭, আনমোলপ্রীত ৩৩, যুজবেন্দ্র ৪/২৯‌)

রবিবার আইপিএলের একটি নাটকীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে চার উইকেটে হারতে হল রাজস্থান রয়্যালসকে। আগে ব্যাট করে ২ উইকেটে ২১৪ রান তুলেছিল রাজস্থান। জবাবে চার উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিল হায়দরাবাদ।

রাজস্থান-হায়দরাবাদ ম্যাচ শেষ ওভারে হয়ে ওঠে রোমাঞ্চকর। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে হায়দরাবাদের দরকার ছিল ১৭ রান। ক্রিজে রয়েছেন সামাদ এবং মার্কো জানসেন। সন্দীপ শর্মা বল করতে এলে প্রথমেই সামাদের ক্যাচ ফেলে দেন ওবেড ম্যাকয়। সামাদ আর দ্বিতীয় সুযোগ দেননি। সন্দীপের দ্বিতীয় বলে ছয় মারেন। তৃতীয় বলে দু’রান, চতুর্থ বলে এক রান হয়। পঞ্চম বলে ১ রান নিয়ে সামাদকে স্ট্রাইক দেন মার্কো জানসেন। ষষ্ঠ এবং শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদের। সন্দীপের বলে সপাটে চালিয়েছিলেন সামাদ। ক্যাচ চলে যায় বাটলারের হাতে কিন্তু নো বল হয়। জয়ের জন্য শেষ বলে ৪ রান দরকার ছিল। বাউন্ডারি হাঁকিয়ে সানরাইজার্সকে নাটকীয় জয় এনে দেন সামাদ।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল ও জস বাটলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। ওপেনিং জুটিতে ওঠে ৫৪ রান। পঞ্চম ওভারের শেষ বলে যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে জুটি ভাঙেন মার্কো জানসেন। ১৮ বলে ৩৮ রান করে আউট হন যশস্বী। এরপর বাটলারের সঙ্গে জুটি বেঁধে রাজস্থানকে টেনে নিয়ে যান অধিনায়ক সঞ্জু স্যামসন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ১৯ তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হন বাটলার। ৫৯ বলে ৯৫ রান করেন তিনি। মারেন ১০টি ৪ ও ৪টি ৬। সঞ্জু স্যামসন ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেটে ২১৪ রান তোলে রাজস্থান।

হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ৪৪ রান দিয়ে একটি করে উইকেট পান মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমারও।

দুশো রানের উপর তাড়া করতে নেমে হায়দরাবাদ শুরুতেই চাপে পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু তার লেশমাত্র দেখা যায়নি। অনমোলপ্রীত সিংহ এবং অভিষেক শর্মা শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। ৩৩ রান করে অনমোলপ্রীত আউট হওয়ার পরে যোগ দেন রাহুল ত্রিপাঠি। দু’জনে মিলে রাজস্থান বোলারদের উপর সে রকমই আচরণ করতে থাকেন, যে রকম অবস্থা হয়েছিল হায়দরাবাদের বোলারদের। অভিষেক ফেরার পর হেনরিখ ক্লাসেন ১২ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। তিনি ফেরার পর ত্রিপাঠি এবং এডেন মার্করাম ফিরে যাওয়ায় হঠাৎই চাপের মুখে পড়ে হায়দরাবাদ। একটি চার এবং ৩টি ছক্কার সাহায্যে গ্লেন ফিলিপস কিছুটা চাপ কমালেও ম্যাচ শেষ করতে পারেননি। বাকি কাজটাই করে যান সামাদ।

রাজস্থানের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবরাও একটি করে উইকেট নেন। তবে শেষ পর্যন্ত হায়দরাবাদের ব্যাটারদের রুখতে পারেননি তাঁরা।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?