Homeখেলাধুলোমুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

প্রকাশিত

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এ বার প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন দল।

সোমবার মুম্বই সিটি এফসিকে ২-১ হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলে ইতিহাস তৈরি করল মোহনবাগান। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম লিগ-শিল্ড জিতল সবুজ-মেরুন। এ দিন লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে মোহনবাগান হারিয়ে দিল ২-১ গোলে।

২৭ মিনিটের মাথায় বক্সের একটু বাইরে বল পেয়ে পেত্রাতোস পাস দেন লিস্টনকে। শট মারেন লিস্টন। নিখুঁত কোণ দিয়ে বল জড়িয়ে গেল জালে। ৮০ মিনিটে জেসন কামিন্সের গোল। বল পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে সুইচ করে দেন দিমিত্রি পেত্রাতোস। তারপর মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন কামিন্স। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৮৯ মিনিটে গোল শোধ করে মুম্বই। ছাংতে গোল করেন।

এই ম্যাচে মুম্বইয়ের ড্র করলেই চলত। কিন্তু জিততেই হতো হাবাসের দলকে। সেটা হওয়ার পরে সবুজ-মেরুন দল উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয়। শিল্ড জিতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়রা। এই প্রথমবার আইএসএলের শিল্ড জিতল মোহনবাগান। প্রায় কাণায়-কাণায় পূর্ণ মাঠে জয় উদ্‌যাপন মোহনবাগানের সমর্থকদের।

এ দিনের ম্য়াচের আগে পরিসংখ্যান বলছিল, আইএসএলে দু’দল মোট মুখোমুখি হয়েছে আটবার। তার মধ্যে ছ’বারই জিতেছে মুম্বই। দু’বার হয়েছে ড্র। নবম সাক্ষাতে পরিসংখ্যান অভিমুখ বদল করল। আর এই জয় শুধু মোহনবাগানেরই নয়, বাংলার ফুটবলের জয়। কারণ বাংলার প্রথম কোনো দল হিসেবে মোহনবাগান জিতল শিল্ড।

সাম্প্রতিকতম

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

কলকাতার নারকেলডাঙা মেনরোড সংলগ্ন এলাকায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোডাউনে মজুত দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। তদন্তের নির্দেশ।

আরও পড়ুন

কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

সঞ্জয় হাজরা বৃহস্পতিবার রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল...

নতুন জাতীয় রেকর্ড গড়লেন জ্যোতি ইয়ারাজ্জি, ফ্রান্সে ৬০ মিটার হার্ডলে সোনা জয়

জ্যোতি ইয়ারাজ্জি ফ্রান্সের এলিট ইনডোর মিটিংয়ে ৬০ মিটার হার্ডলে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন। সময় নিয়েছেন মাত্র ৮.০৪ সেকেন্ড।

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে