Homeখেলাধুলোমুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

প্রকাশিত

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এ বার প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন দল।

সোমবার মুম্বই সিটি এফসিকে ২-১ হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলে ইতিহাস তৈরি করল মোহনবাগান। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম লিগ-শিল্ড জিতল সবুজ-মেরুন। এ দিন লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে মোহনবাগান হারিয়ে দিল ২-১ গোলে।

২৭ মিনিটের মাথায় বক্সের একটু বাইরে বল পেয়ে পেত্রাতোস পাস দেন লিস্টনকে। শট মারেন লিস্টন। নিখুঁত কোণ দিয়ে বল জড়িয়ে গেল জালে। ৮০ মিনিটে জেসন কামিন্সের গোল। বল পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে সুইচ করে দেন দিমিত্রি পেত্রাতোস। তারপর মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন কামিন্স। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৮৯ মিনিটে গোল শোধ করে মুম্বই। ছাংতে গোল করেন।

এই ম্যাচে মুম্বইয়ের ড্র করলেই চলত। কিন্তু জিততেই হতো হাবাসের দলকে। সেটা হওয়ার পরে সবুজ-মেরুন দল উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয়। শিল্ড জিতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়রা। এই প্রথমবার আইএসএলের শিল্ড জিতল মোহনবাগান। প্রায় কাণায়-কাণায় পূর্ণ মাঠে জয় উদ্‌যাপন মোহনবাগানের সমর্থকদের।

এ দিনের ম্য়াচের আগে পরিসংখ্যান বলছিল, আইএসএলে দু’দল মোট মুখোমুখি হয়েছে আটবার। তার মধ্যে ছ’বারই জিতেছে মুম্বই। দু’বার হয়েছে ড্র। নবম সাক্ষাতে পরিসংখ্যান অভিমুখ বদল করল। আর এই জয় শুধু মোহনবাগানেরই নয়, বাংলার ফুটবলের জয়। কারণ বাংলার প্রথম কোনো দল হিসেবে মোহনবাগান জিতল শিল্ড।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

আরও পড়ুন

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...