Homeখেলাধুলোপ্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ কাঠুনিয়ার

প্রকাশিত

প্যারিস: শুটিং-এ অবনী লেখারার সোনা জয়ের পর প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের জন্য আবার সোনার খবর। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে (এসএল৩) সোনা জিতলেন নীতেশ কুমার। সঙ্গে আর-একটি সুখবর। পুরুষদের ডিসকাস ছোড়ায় (এফ৫৬) রৌপ্যপদক পেলেন যোগেশ কাঠুনিয়া। ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়াল ৯টি – ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ।

নীতেশ কুমার ফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলাফলে। প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা জিতলেন নীতেশ।

২০০৯ সালে একটি দুর্ঘটনার পর নীতেশে পা স্থায়ীভাবে জখম হয়। সেই অবস্থাতেই তিনি খেলা চালিয়ে যায়। আইআইটি মান্ডির গ্র্যাজুয়েট ২৯ বছরের নীতেশ এর আগে ২০২২-এর প্যারা এশিয়ান গেমসে রুপো জিয়েছিলেন। ২০২০-তে টোকিও প্যারালিম্পিক্সের আসরে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নীতেশের লক্ষ্য ছিল সোনা জেতা। সেই লক্ষ্য প্যারিসে পূরণ হল।

যোগেশ কাঠুনিয়া। ছবি এএনআই ‘এক্স’ থেকে নেওয়া।

ডিসকাসে যোগেশের রুপো

৪২.২২ মিটার ডিসকাস ছুড়ে রুপোর পদক জিতলেন যোগেশ কাঠুনিয়া। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও তিনি রৌপ্যপদক জিতেছিলেন। এই মরশুমে এই দূরত্বই সবচেয়ে ভালো পারফরমেন্স।

এই ইভেন্টে সোনা পেলেন ব্রাজিলের ক্লাউডিনে বাতিস্তা দোস সান্তোস। এই নিয়ে প্যারালিম্পিক্সের আসরে তিনি সোনা জিতলেন। পঞ্চমবারের চেষ্টায় ৪৬.৮৬ মিটার দূরত্বে তিনি গেমসে নয়া রেকর্ড সৃষ্টি করলেন।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: দৌড়ে প্রীতির দ্বিতীয় ব্রোঞ্জ, হাই জাম্পে নিষাদ কুমারের রুপো, ভারতের ঘরে ৭টি পদক  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।