Homeখেলাধুলো‘টাটা স্টিল চেস ইন্ডিয়া’ টুর্নামেন্ট উপলক্ষ্যে কলকাতায় বিশ্বসেরা দাবাড়ুদের সমাবেশ

‘টাটা স্টিল চেস ইন্ডিয়া’ টুর্নামেন্ট উপলক্ষ্যে কলকাতায় বিশ্বসেরা দাবাড়ুদের সমাবেশ

প্রকাশিত

কলকাতা: মহানগরে চলছে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট। আন্তর্জাতিক মানের এই দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে ৩১ আগস্ট, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩-এ এই প্রতিযোগিতা ষষ্ঠ বছরে পড়ল।

এই প্রতিযোগিতা উপলক্ষ্যে দাবা-কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ, সদ্যসমাপ্ত দাবা বিশ্বকাপে রানার্স আপ রমেশবাবু প্রজ্ঞানানন্দ, মহিলা দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুন, ২০১৯-এ র‍্যাপিড টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি-সহ বিশ্বসেরা দাবাড়ুদের সমাগম ঘটেছে এই ‘আনন্দের শহরে’।  

এই প্রতিযোগিতায় রয়েছে মহিলা এবং পুরুষদের র‍্যাপিড ও ব্লিৎজ বিভাগ। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের র‍্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা হয়েছে। ৩ এবং ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ড।

chess1
বাঁদিক থেকে কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখ ও জু ওয়েনজুন। ছবি: সঞ্জয় হাজরা।

মহিলাদের রাপিড বিভাগে বিজয়িনী হলেন ভারতের প্রতিভাময়ী দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ এবং ব্লিৎজ বিভাগে বিজয়িনী হলেন চিনের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা দাবাড়ু জু ওয়েনজুন। পুরস্কারমূল্য ছিল দশ হাজার মার্কিন ডলার।

আগামীকাল থেকে শুরু হচ্ছে পুরুষদের র‍্যাপিড ও ব্লিৎজ বিভাগের প্রতিযোগিতা। কাল থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে র‍্যাপিড বিভাগে ৯টি রাউন্ডের খেলা এবং ৮ ও ৯ সেপ্টেম্বর চলবে ব্লিৎজ বিভাগের ১৮টি রাউন্ডের খেলা।

chess3
বাঁ দিক থেকে দোমারাজু গুকেশ, বিশ্বনাথন আনন্দ, রমেশবাবু প্রজ্ঞানানন্দ প্রমুখ। ছবি: সঞ্জয় হাজরা।

এই উপলক্ষ্যে সোমবার বিশ্বনাথন আনন্দের উপস্থিতিতে হয়ে গেল পুরুষ বিভাগের ড্র। এই দাবা প্রতিযোগিতায় নামছেন রমেশবাবু প্রজ্ঞানানন্দও। উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০১৮ সালে যখন এই টুর্নামেন্ট শুরু হয় তখনও যোগ দিয়েছিলেন প্রজ্ঞানানন্দ। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।    

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে