হোয়াটসঅ্যাপ এনেছে “কনটেক্সট কার্ড” ফিচার। এই ফিচারটি কী ভাবে ব্যবহারকারীদের একটি ‘সবচেয়ে বিপজ্জনক’ স্ক্যাম থেকে বাঁচাবে?
সম্প্রতি গ্রুপগুলির জন্য কনটেক্সট কার্ড ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটির উদ্দেশ্য হল ব্যবহারকারীরা একটি গ্রুপে যোগদান করার সিদ্ধান্ত নেওয়ার আগে সে সম্পর্কে তাঁদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এই ফিচারটি মূলত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করা হোয়াটসঅ্যাপ গ্রুপ স্ক্যাম থেকে ব্যবহারকারীদের বাঁচাতে সাহায্য করবে।
হোয়াটসঅ্যাপ বলেছে, “এটি বিশেষ ভাবে কাজ করবে তখনই যদি আপনি তাৎক্ষণিক ভাবে কোনো ব্যক্তি বা গ্রুপের মেসেজ পান, যে ব্যক্তি বা গ্রুপের নাম এখনও আপনার কন্টাক্ট লিস্টে সেভ করেননি, সে ক্ষেত্রে এটি নিশ্চিতকরণে সাহায্য করতে পারে যে এটি এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী, যাকে আপনি জানেন বা রাখতে চান”।
এই ফিচারটি কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে গ্রুপ স্ক্যাম থেকে বাঁচাবে।
নতুন করে বলার নয়, প্রায়শই হোয়াটসঅ্যাপে এমন কিছু মেসেজ আসে, যেগুলো কে পাঠাচ্ছে, তা সহজে বোঝা যায় না। আচমকা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার মেসেজও আসে। এভাবে প্রতারণার জাল বিছিয়ে দেয় প্রতারকরা। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার সে ক্ষেত্রে কাজে লাগবে।
ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য, প্রতারকরা একটি জাল প্রোফাইল ছবি এবং ভুয়ো নাম ব্যবহার করে। এগুলো ব্যবহার করে তারা অডিও কল-ও করতে পারে। সামান্যতম বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেলেই গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হয়। তারপরই শুরু হয়ে যায় আর্থিক ভাবে প্রতারণা করার দুষ্কর্ম।
আরও পড়ুন: স্টাইলিশ ডিজাইনের ব্লুটুথ কলিং সাপোর্টযুক্ত স্মার্টওয়াচ আনল ‘বোট’ (boAt)